যে কারণে স্টার সিনেপ্লেক্স থেকে নেমে গেল ‘ডেডবডি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০২ পিএম, ০৭ মে ২০২৪

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল। পরিচালক হিসেবে প্রথম সিনেমা মুক্তি পর বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। তার পরিচালিত নতুন সিনেমা ‘ডেডবডি’ গত ৩ মে (শুক্রবার) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কিন্তু মুক্তির ৩ দিন পর দেশের সর্ববৃহৎ সিনেমা চেইন স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে সিনেমাটি।

তিনি দাবি করছেন, যে শাখায় কোনো দর্শক যায় না এবং টিকিটের দাম অনেক বেশি সেই হলটিতে ‘ডেডবডি’ দেওয়া হয়। তাই তাদের হল থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন

ইকবাল আরও বলেন, আমার সঙ্গে অনিয়ম হয়েছে। যা হয়েছে তা নিয়ে দু-এক দিনের মধ্যে সিনেপ্লেক্সের এফডিসিতে মানববন্ধন করব। একজন প্রযোজক-পরিচালক অনেক কষ্ট করে সিনেমা নির্মাণ করে। যখন সিনেমাটি মুক্তি দিয়ে প্রতারণার শিকার হয় সে তখন নির্মাণে আগ্রহ হারিয়ে ফেলে। সবাইকে এই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

এদিকে স্টার সিনেপ্লক্স থেকে ‘ডেডবডি’ সিনেমাটি নামিয়ে দেওয়ার বিষয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ। তিনি এ প্রসঙ্গে বলেন, আমরা সনি স্কয়ারে দুটি শো রেখেছিলাম। কিন্তু কোনোভাবেই দর্শক ছবিটিকে গ্রহণ করেনি। তাই আমরা তিন দিন পর সিনেমাটি নামিয়ে দিতে বাধ্য হয়েছি।

দেশের ৩০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ডেডবডি’ সিনেমাতে অভিনয় করেছেন ওমর সানী, জিয়াউল রোশান, শ্যামল মাওলা ও ভারতীয় মডেল অন্বেষা রায়।

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।