আব্বার এই ছবিটি প্রথম দেখলাম: সামিনা চৌধুরী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৩ মে ২০২৪

দেশীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী মাহমুদুন্নবী। সংগীত সাধনা ছাড়া মহান এই শিল্পীর জীবনের আর কোনো লক্ষ্য ছিল না। তার কণ্ঠের জাদুতে মোহগ্রস্ত করে রেখেছেন কয়েক প্রজন্মের সংগীতপিপাসুদের। তার দুই কন্যা সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী দেশের নন্দিত কণ্ঠশিল্পী। বলা চলে এ দুই কন্যা বাবা মাহমুদুন্নবীর গানের কীর্তিমান উত্তরসূরি।

গান নিয়ে যে কোনো আলোচনা হলে সামিনা-ফাহমিদার কথায় উঠে আসে বাবা মাহমুদুন্নবীর কথা। বাবার যে কোনো স্মৃতি পেলে তারা সযতনে আগলে রাখেন তারা। আজ (৩ মে) সামিনা চৌধুরী পেলেন বাবার একটি দুষ্প্রাপ্য একটি ছবি। ছবিটি পেয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন সামিনা।

আরও পড়ুন

বাবা মাহমুদুন্নবীর দুষ্প্রাপ্য এ ছবিটি পাওয়ার সঙ্গে সঙ্গে সামিনা চৌধুরী তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করার জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এর সূত্র ধরে সামিনা চৌধুরীর সঙ্গে জাগো নিউজের কথায় হয়। এ সময় সামিনা চৌধুরী বলেন, ‘ছবিটি পেয়ে আমি সত্যিই ভীষণ আবেগাপ্লুত হয়েছি। এত রেয়ার (দুষ্প্রাপ্য) একটি ছবি। কত আগের একটি ছবি! পাকিস্তান রেডিওর মাইক্রোফোনের সামনে বসা আব্বা। তার এই ছবিটি আমি আজই প্রথম দেখলাম। এক ভদ্রলোক অনেকদিন আগেই আমার ম্যাসেঞ্জারে পাঠিয়েছেন। আজ ওপেন করে দেখি এই ছবিটা। এরপর আমি ঐ ভদ্রলোককে ধন্যবাদ দেওয়ার পর জানালেন তিনি মাহমুদুন্নবীর ভক্ত।’

সামিনা চৌধুরী তার বাবার গান প্রসঙ্গে আরও বলেন, ‘শিল্পী মাহমুদুন্নবীর চলে যাওয়ার এত বছর পরও মানুষ তাকে এমন করে মনে রেখেছে-ভাবতে গেলে অবাক হই। যেখানে যাই, সবাই আব্বার গানের কথা বলেন। দিন দিন মাহমুদুন্নবীর গানগুলো মানুষের হৃদয়ে থেকে হৃদয়ে পৌঁছে যাচ্ছে। মাহমুদুন্নবীর ভক্ত-অনুরাগীর সংখ্যা কোনো দিন শেষ হবে না।’

মাহমুদুন্নবীর দুষ্প্রাপ্য ছবিটি পেয়ে সামিনা চৌধুরী পোস্ট দিয়ে স্ট্যাটাসে লেখেন, “এইমাত্র ছবিটা সংগ্রহে এ এলো! কিংবদন্তি কণ্ঠশিল্পী মাহমুদুন্নবীর দুষ্প্রাপ্য একটি ছবি! অনেক অনেক অনেক ধন্যবাদ মোস্তাফিজুর রহমান খোকন আপনাকে। তাকে ধন্যবাদ জানাতেই তিনি জানালেন, ‘আপু আমি তো আপনার আব্বুর শুধু ভক্ত বললে ভুল হবে মহাভক্ত বলতে হবে, যার যেটা নেশা। আমি কাজের ফাঁকে সারাক্ষণ আপনার আব্বুর গানগুলোই বেশি শুনি”।

সামিনা চৌধুরী আরও লেখেন, একজন শিল্পীর এর বেশি কিছু লাগে না মনে হয়। ভক্তদের মাঝে তিনি বেঁচে আছেন থাকবেন। আব্বাকে আপনাদের দোয়ায় রাখবেন।’

মাহমুদুন্নবীর অসংখ্য শ্রোতাপ্রিয় গান রয়েছে, এখনো গানগুলো মানুষের মুখে মুখে ফেরে। তার শ্রোতাপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছ আমার অজান্তে’, ‘তুমি যে আমার কবিতা’, ‘ও গো মোর মধুমিতা’, ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’‘সালাম পৃথিবী তোমাকে সালাম দুনিয়া কে করেছ টাকার গোলাম’, ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’, ‘গীতিময় এইদিন সেইদিন চিরদিন রবে কি’ ইত্যাদি। তিনি ‘আলো তুমি আলেয়া’, ‘স্বরলিপি’, ‘দর্পচূর্ণ’, ‘দি রেইন’, ‘হারজিদ’, ‘দীপ নিভে নাই’, ‘আবির্ভাব’, ‘নাচের পুতুল’সহ অসংখ্য সিনেমায় প্লেব্যাক করেছেন।

এমএমএফ/এমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।