শনিবার যেখানে থাকেন আশিষ খন্দকার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৯ এপ্রিল ২০২৪

অভিনেতা, অনুবাদক ও নির্দেশক হিসেবেই দেশের মিডিয়ায় পরিচিত আশীষ খন্দকার। তবে নিজেকে তিনি একজন ম্যাথডলজিস্ট বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।

গত ৩০ বছর ধরে নিয়মিত থিয়েটার চর্চা করে চলেছেন নিভৃতে। প্রতি শুক্রবার চলে থিয়েটারের মহড়া। তার থিয়েটার স্কুলের নাম স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার।

তবে এই প্রতিষ্ঠানের পাশাপাশি গত ২০০৫ সাল থেকে শুরু করেছেন শিশু-কিশোরদের জন্য থিয়েটার স্কুল, যার নাম ‘ফ্রাইডে থিয়েটার স্কুল’ এটি প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা ক্লাস হয়। এটি স্পনসর করে আঁলিয়স ফ্রসেস দ্য ঢাকা। শুক্রবার আঁলিয়সের ধানমন্ডি শাখায় ক্লাস হয়ে থাকে।

সম্প্রতি ‘ফ্রাইডে থিয়েটার স্কুল’ আঁলিয়স ফ্রসেস দ্য ঢাকা- গুলশান শাখায় চালু হচ্ছে। তবে গুলশান শাখায় ক্লাস হবে প্রতি শনিবার, সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট- ২ ঘণ্টা।

যদিও স্কুলিং কার্যক্রম শুরু হচ্ছে অভিনয় বিষয়ক প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে। তবে একজন ম্যাথডলজিস্ট হিসেবে তিনি মনে করেন একজন ভালো অভিনয় শিল্পী হতে হলে তার আগে অবশ্যই একজন ভালো মানুষ হতে হয়। এবং তার এই স্কুলের সিলেবাস ও কারিকুলাম সেভাবেই করেন যাতে ভালো মানুষ হসেবে বিকশিত হতে পারে। অভিনয়ের সঠিক ম্যাথডটা ধরতে পারে, যাতে করে শিক্ষার্থীরা একজন দক্ষ ও পেশাদার অভিনয় শিল্পী হয়ে উঠতে পারে।

ভর্তি-ইচ্ছুক বা আগ্রহী ভর্তি সংক্রান্ত সকল তথ্যের জন্য ব্রাউজ করুন

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।