নির্বাচনী প্রচারের মাঠে দেবকে গোলাপ ছুড়ে মারলেন তরুণী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৭ এপ্রিল ২০২৪

টালিউডের জনপ্রিয় অভিনতো দেব ভারতের ঘাটালের দুইবারের সংসদ সদস্য তিনি। তৃতীয়বারের জন্য আবারও ভোটের মাঠে নেমেছেন এ অভিনেতা।

দেব প্রথমে ভোটের মাঠে নামবেন কি নামবেন না এ নিয়ে চিন্তায় ছিলেন। তবে দলনেত্রী মমতা ব্যানার্জির উপর আস্থা রেখে আবারও নির্বাচনের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। দেব শুধু ঘাটালের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী নন, অন্য কেন্দ্রের প্রার্থীদের হয়েও বেশ কিছু স্থানে তাকে প্রচারে নামতে হচ্ছে। সে কারণে দায়িত্ব অনেক।

বিজ্ঞাপন

তবে যেখানেই যাচ্ছেন, সাধারণ মানুষ তো বটেই, বিশেষ করে তরুণীদের ঢল নামছে। সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ভাইরাল দেব ও নারী ভক্তদের সে সব ভিডিও। নির্বাচনী প্রচারণার ফাঁকে নজর এড়িয়ে গেলেও সোশ্যাল মিডিয়ায় হালকা প্রশ্রয় দিচ্ছেন তাদের। গাড়িতে চড়ে প্রচার করেছেন।

 
 
 
View this post on Instagram

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

বালুরঘাটে এমনই এক প্রচারের সময় দূরে দাঁড়িয়ে থাকা এক তরুণীর ছোড়া গোলাপ গিয়ে লাগল দেবের গায়ে। সেখানে দেখা গেল, দেবের সঙ্গে হাত মেলেনোর ইচ্ছে প্রকাশ করছেন কেউ। কেউ আবার শুধু চোখ ভরে দেখতে চান তাদের ছোটবেলার ‘ক্রাশ’কে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে প্রখর রোদের মাঝেই রায়গঞ্জ শহরে রোড-শো করলেন অভিনেতা ও বিদায়ী সাংসদ দেব। এ দিন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে রোড-শো করেন তিনি। দেবকে দেখার জন্য গরমের মধ্যে এ দিন শহরের অসংখ্য মানুষ কসবা, দেবীনগর, বীরনগর, মহাত্মা গান্ধী রোড, মোহনবাটী, বিধাননগর, দেহশ্রী মোড়, সুপার মার্কেট ও শিলিগুড়ি মোড় এলাকার রাস্তার দুই ধারে দীর্ঘ সময় অপেক্ষা করেন।

কসবা মোড় থেকে কৃষ্ণকে সঙ্গে নিয়ে গাড়ির উপরে রোড-শো শুরু করেন দেব। রোড-শো চলাকালীন রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ দেবকে দেখে চিৎকার ও উচ্ছ্বাসে ফেটে পড়েন। দেব অনেকের হাত স্পর্শ করেন। অনেকে দেবের দিকে ফুল ও মালা ছুড়ে দেন। দেবও তাদের দিকে ফুল ও মালা ছুড়ে নমস্কার ও ভালোবাসা জানান।

তবে সাধারণ জনতার পাশপাশি দেবকে কাছ থেকে দেখার উচ্ছ্বাস তরুণীদের মধ্যে বেশি। প্রচণ্ড গরম উপেক্ষা করেছেন তারা, রাজনীতির রংও মানেন না। শুধুই একবার কাছ থেকে দেখতে চান তাদের স্বপ্নের নায়ককে। প্রচারের ফাঁকে সকলকে অভিবাদন জানাতে না পারলেও নারী ভক্তদের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দেব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।