শুক্রবারের মঞ্চে ‘খনা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৫ এপ্রিল ২০২৪

মঞ্চ নাট্যসংগঠন ‘বটতলা’র নন্দিত নাট্য প্রযোজনা ‘খনা’ আবারও আসছে মঞ্চে। আগামীকাল (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সামিনা লুৎফা নিত্রা রচিত ও মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত এ নাটকটির প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে।

নির্দেশকের মতে, খনা এমন এক আখ্যানের মঞ্চকৃতি যা নারী ও শ্রেণির প্রশ্নকে সামনে আনে। গল্পটা ১৫০০ বছর আগের হলেও আজ সমান প্রাসঙ্গিক। ঘরের বাইরে পা ফেলা নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে—তার প্রমাণও পাওয়া যাবে নাটকে।

আরও পড়ুন:

প্রজন্মান্তরে চলা যে কৃষি জ্ঞান ও প্রজ্ঞা খনার নামে বহমান তার ঠিকুজি কুষ্ঠির খোঁজে নাটক খনা চলে চাষিদের বেগুন ক্ষেত, কলা বাগান মাড়িয়ে ছোট্ট উঠানে। আর খনা তার জীবনের বিভিন্ন প্রশ্নের ঊর্ধ্বে এক অন্য সত্যের মুখে দাঁড় করান দর্শকদের।

আন্তর্জাতিক নারী দিবসের শততম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সহস্র মানুষের সামনে প্রথম মঞ্চায়ন থেকে শুরু করে গত ৮৬টি প্রদর্শনীতে খনা দেশে-বিদেশে অসংখ্য দর্শকের অভিনন্দন ও প্রশংসায় ঋদ্ধ হয়েছে।

প্রশংসা এসেছে গুণীদের কাছ থেকেও। নাট্যজন আতাউর রহমান বলেন, ‘খনার ভেতর দিয়ে আমি সক্রেটিস থেকে নিয়ে মহাত্মা গান্ধীর মতো মহামানবদের উপস্থিতি উপলব্ধি করেছি।’

প্রয়াত নাট্যজন আলী যাকের বলেছিলেন, ‘বলাই বাহুল্য, ঢাকার মঞ্চে আমার দেখা সেরা নাটকগুলোর মধ্যে অন্যতম হলো খনা।’

‘খনা’র ৮৭তম এ প্রদর্শনীতে অভিনয় করবেন সামিনা লুৎফা নিত্রা, মোহাম্মাদ আলী হায়দার/ইমরান খান মুন্না, ইভান রিয়াজ, তৌফিক হাসান, মিজানুর রহমান, আব্দুল কাদের, শেউতি শাহগুফতা, মাহবুব মাসুম, পঙ্কজ মজুমদার, কামারুজ্জামান সাঈদ, হুমায়ুন আজম রেওয়াজ, রানা তেওয়ারি, হাফিজা আক্তার ঝুমা, লোচন পলাশ, রিশাদুর রহমান রিশাদ, সানজানা ফারাহ, সানজিদা ইয়াসমীন, শাহনেওয়াজ ইফতি, আশরাফুল ইসলাম।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।