শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনা চলছে, ফলাফল শেষ রাতে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১৯ এপ্রিল ২০২৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনা চলছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে ভোট গণনা শুরু হয়।

ফলাফল ঘোষণা হতে শেষ রাত পর্যন্ত লেগে যেতে পারে বলে জানিয়েছে শিল্পী সমিতির নির্বাচন কমিশনে একটি সূত্র।

এর আগে সকাল সাড়ে ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। এক ঘণ্টা বিরতি দিয়ে চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

২০২৪-২৬ মেয়াদে সমিতির ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে ঠাঁই পেতে এবারের নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুই প্যানেলের একটিতে আছেন অভিনেতা মিশা সওদাগর ও ডিপজল। আর অন্যটিতে একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ।

মিশা-ডিপজল পরিষদের হয়ে নির্বাচনে সহ-সভাপতির পদে লড়ছেন নায়ক রুবেল ও ডি এ তায়েব। অন্যদিকে মাহমুদ কলি-নিপুণ প্যানেলের প্রার্থী হয়েছেন সহ-সভাপতি পদে ড্যানি সিডাক ও অমিত হাসান।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু। সমিতির মোট ভোটার ৫৭০ জন। ভোট দিয়েছেন ৪৭৫ জন।

এমআই/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।