শিল্পী সমিতির নির্বাচনী ফেস্টুন-ব্যানারে ছেয়ে গেছে বিএফডিসি
আগামীকাল শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ নির্বাচন ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের মাঝেও দেখা যাচ্ছে ব্যাপক কৌতূহল।
বিগত কয়েকটি নির্বাচনের মতো শেষ মুহূর্তে এসেও খুব একটা জমে ওঠেনি এবারের নির্বাচন। কিন্তু ফেস্টুন-ব্যানারে ছেয়ে গেছে বিএফডিসি।
আরও পড়ুন:
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে এফডিসিতে গিয়ে দেখা যায়, এফডিসিতে প্রবেশ গেট থেকে পুরো এফডিসিতে স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের নির্বাচনী ফেস্টুন-ব্যানারে ছেয়ে গেছে।
শিল্পী সমিতির কার্যালয়ের সামনে মিশা-ডিপজল প্যানেলের নির্বাচনী প্রচার কার্যালয়। অন্যদিকে সমিতির উত্তরে বাগানের দিকে কলি-নিপুণ প্যানেলের প্রচার কার্যালয়। মিশা-ডিপজল প্যানেলের কার্যালয়ে তেমন লোকজনের দেখা মিলল না।
এবার ২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ।
এমআই/এমএমএফ/জেআইএম