নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরার স্বামী মারা গেছেন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১০ এপ্রিল ২০২৪
প্রতীকী ছবি

প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরার স্বামী বীর মুক্তিযোদ্ধা একেএম নুরুজ্জামান আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ৯ এপ্রিল দিনগত রাত ১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর জাগো নিউজকে নিশ্চিত করেছেন নজরুল সংগীতশিল্পী ড. সম্পা দাস।

আজ জোহরের নামাজের পর রাজধানীর ফার্মগেট এলাকার খেজুরবাগান জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

ফাতেমা তুজ জোহরার স্বামী বীর মুক্তিযোদ্ধা একেএম নুরুজ্জামান পেশায় একজন প্রকৌশলী ছিলেন। মৃত্যুকালে তিনি- তমা, উজান ও তৃতীয়াসহ অসংখ গুণগ্রাহী রেখে যান।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।