ক্যারিয়ার নিয়ে এগিয়ে যাওয়ার মন্ত্র জানালেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৮ মার্চ ২০২৪

সিনেমা ব্যবসা সফল হোক বা না হোক, বলিউড তারকা অক্ষয় কুমারের ক্যারিয়ার থমকে যায়নি কোনোকালেই। বলিউডের অন্য তারকাদের তুলনায় তার মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা অনেক বেশি। এবার নিজের ক্যারিয়ার নিয়ে বিশেষ অভিজ্ঞতা অক্ষয় শেয়ার করেছেন।

মঙ্গলবার মুম্বাইয়ে অক্ষয়ের নতুন সিনেমা ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা। অক্ষয় ছাড়াও সিনেমার অন্যান্য অভিনেতার মধ্যে উপস্থিত ছিলেন টাইগার শ্রফ, মানুষী চিল্লার, পৃথ্বীরাজ সুকুমারন প্রমুখ।

আরও পড়ুন

সাম্প্রতিক অতীতে অক্ষয় অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ও ‘মিশন রানিগঞ্জ’র মতো সিনেমাগুলো বক্স অফিসে আলোর মুখ দেখেনি। একমাত্র ‘ওএমজি-২’ সিনেমাটি ভালো ব্যবসা করেছিল।

অক্ষয় বলেন, ‘আমি যে সব সিনেমা করেছি, সেখানে কখনো সফল হয়েছি, কখনো হইনি। আমি আগেও ব্যর্থতার সাক্ষী থেকেছি। ক্যারিয়ারের একটা সময় আমার একটানা ১৬টি সিনেমা ফ্লপ করে।’ ব্যর্থ হওয়ার পরেও অক্ষয় কিন্তু থেমে থাকেননি।

অভিনেতা বলেন, ‘কিন্তু আমি তারপরেও কাজ করতেই থেকেছি। আগামী দিনেও সেটাই করব। এ সিনেমা (‘বড়ে মিঞা ছোটে মিঞা’) আমরা প্রত্যেকেই প্রচণ্ড পরিশ্রম করেছি। আশা করছি, এ সিনেমা আমাদের প্রত্যেকের জন্যই সৌভাগ্য এনে দেবে।’

সাফল্যের সন্ধানে কীভাবে সিনেমা নির্বাচন করেন, সে প্রসঙ্গেও আলোকপাত করেছেন অক্ষয়।

এ প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘আমি সব সময়েই ভিন্ন ঘরানার সিনেমা করার চেষ্টা করি। কারণ কোনো একটি নির্দিষ্ট ঘরানার সিনেমা করতে থাকলে তখন একঘেয়েমি চলে আসে।’ এ অ্যাকশন সিনেমায় অক্ষয়-টাইগার জুটিকে একাধিক সাহসী স্টান্ট করতে দেখবেন দর্শক, ভক্ত-অনুরাগীরা।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।