গুরুতর অসুস্থ দিলীপ কুমার


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১৬ এপ্রিল ২০১৬

হিন্দি ছবির ‘ট্র্যাজেডি কিং’ নামে পরিচিত কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার ভালো নেই। তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ। অনেকটা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৯৩ বছর বয়সী এই অভিনেতা। এমনটাই খবর বেরিয়েছে ভারতীয় গণমাধ্যমে।

জানা যায়, দিলীপ কুমার বর্তমানে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ শনিবার, ১৬ এপ্রিল সকালে তাকে সেখানে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন এই নন্দিত অভিনেতা।

তার কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ‘দিলীপ কুমার শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছেন। এ কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। আশা করছি শিগগিরই তিনি সেরে উঠবেন।’

প্রসঙ্গত, দিলীপ কুমারের জন্ম ১৯২২ সালে অবিভক্ত ভারতের পেশোয়ারে। তার প্রকৃত নাম ইউসুফ খান। ছয় দশকের অভিনয় জীবনে দিলীপ কুমার পেয়েছেন অসংখ্য পুরস্কার। সবচেয়ে বেশি পুরস্কারপ্রাপ্ত ভারতীয় অভিনেতা হিসেবে গিনেজ বুক রেকর্ডসে তার নাম রয়েছে। তিনি আটবার ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন সেরা অভিনেতা হিসেবে। চলচ্চিত্রে অবদানের জন্য পেয়েছেন ভারত সরকারের সম্মাননা পদ্মভূষণ ও দাদা সাহেব ফালক পুরস্কার।

এনই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।