চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ চূড়ান্ত

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৬ মার্চ ২০২৪

অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ। একের পর এক চমকের পর শেষ পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়েছে নির্বাচনের। বিষয়টি চূড়ান্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

সব জল্পনা কাটিয়ে ১৯ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিন হবে।

খসরু জানিয়েছেন, একটি প্যানেলের সভাপতি প্রার্থী অভিনেতা মিশা সওদাগরের আবেদনের প্রেক্ষিতে নির্বাচনের তারিখ পরিবর্তন করে ১৯ এপ্রিল করা হয়েছে।

এর আগে ১৯ এপ্রিলই শিল্পী সমিতির এবারের নির্বাচনের তারিখ হিসেবে চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু সেটি পরিবর্তন করে পরে ২৭ এপ্রিল করা হয়। তবে কয়েকদিন না যেতে আবার সেই আগের তারিখটিই ঘুরেফিরে চূড়ান্ত করা হলো।

জানা গেছে, শিল্পী সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২৮ মার্চ বিকাল ৫টায়। মনোনয়নপত্র বিক্রি শুরু হবে ৩০ মার্চ। চলবে ৩১ মার্চ বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়ন দাখিল করা যাবে ২ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত। এরপর ১৯ এপ্রিল এফডিসিতে হবে ভোটগ্রহণ।

এবার একটি প্যানেলে মিশা সওদাগর সভাপতি প্রার্থী এবং মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। অন্য আরেকটি প্যানেলে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার প্যানেলের সভাপতি প্রার্থী সোনালি দিনের নায়ক মাহমুদ কলি।

এমআই/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।