ভারতে গুগল সার্চের শীর্ষে সানি লিওন (দেখুন ছবিতে)


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৪

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে এ বছর ভারতে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সানি লিওনের নাম। কোন ব্যক্তির নাম কত বার সার্চ করা হয়েছে তার ওপর জরিপ চালিয়ে সম্প্রতি এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আছেন তালিকার ২য় স্থানে। এরপরে রয়েছেন সালমান খান, ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন।



ব্যক্তির পাশাপাশি মুভি, বলিউড অভিনেতা, বলিউড অভিনেত্রী, ট্রেন্ডের ওপরও জরিপ চালিয়েছে গুগল ইন্ডিয়া। তাদের তথ্যানুযায়ী, মুভির মধ্যে শীর্ষ স্থান দখল করেছে রাগিনী এমএমএস২। এর পরেই রয়েছে কিক, জয় হো, হ্যাপী নিউ ইয়ার এবং ব্যাং ব্যাং।

বলিউড অভিনেতাদের মধ্যে অনলাইনে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সালমান খানকে। এরপরই আছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, রণবীর কাপুর ও শহীদ কাপুর। বলিউড অভিনেত্রীদের মধ্যে শীর্ষে আছেন ক্যাটরিনা কাইফ,দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপরা,ও ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম।



ট্রেন্ডিং ক্যাটাগরিতে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে নির্বাচন ২০১৪। এরপর খোঁজা হয়েছে ফিফা ২০১৪, আইফোন ৬, গেট ২০১৫ এবং নরেন্দ্র মোদি।

প্রযুক্তি যন্ত্র খোঁজার তালিকায় শীর্ষে আইফোন৬ থাকলেও আইফোন ৫এস, মটো এক্স, জিওমি এমআই থ্রি এবং গ্যালাক্সি এস৫ ও আছে তালিকায়। প্রযুক্তি যন্ত্র খোঁজার ধরণ দেখে বোঝা যাচ্ছে ভারতীয়রা স্মার্টফোনের দিকে ভালোই ঝুঁকছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।