রাঙামাটিতে সময় কাটাচ্ছেন মাহি


প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৫ এপ্রিল ২০১৬

ঢাকাই ছবির হালের ক্রেজ চিত্রনায়িকা মাহিয়া মাহি গেল সপ্তাহে মালয়েশিয়া থেকে ‘ঢাকা অ্যাটাক’ ছবির কাজ সেরে দেশে ফিরেছেন। হাতে এখন তেমন কোনো কাজ নেই তার। তাই নিজেকে ফুরফুরে মেজাজে রাখতে মাহি এখন দিব্যি গা ভাসিয়ে ঘুরে হইহুল্লোড়ে মেতেছেন রাঙামাটিতে।

না কোনো ছবির শুটিংয়ে না, সেখানে মাহি তার খুব কাছে বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সেখানকার উচুনিচু পাহাড়, বন-বনানী, আঁকাবাঁকা রাস্তা, পাখ-পাখালির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করছেন।


শুক্রবার রাতে জাগো নিউজকে মাহি জানান, ‘জায়গাটা ভ্রমণপিপাসু মানুষদের জন্য তীর্থস্থান। এখানে ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত সাজেক ভ্যালি। শুক্রবার বিকেলে এখানে এসে প্রকৃতির প্রেমে পড়ে গেছি। মন ছুঁয়ে যাবার মতো নৈসর্গিক এ স্থানটির রূপ-লাবণ্যে। সবচেয়ে দৃষ্টিনন্দন ও অপরূপ লেগেছে সাজেক ভ্যালি।’

যোগ করে মাহি বলেন, ‘প্রায় ২ হাজার ফুট উচু পাহাড়ের চূড়ায় অবস্থিত সাজেক ভ্যালি। সেখানে আমরা পাঁচ বন্ধু মিলে উঠেছি। ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা ভালো লাগছে। ওখান থেকে ভারতের লুসাই পাহাড় দেখা যায়।’


মাহি বলেন, ‘আমি কাজের চাপ না থাকলে সবসময়ই কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়ি। গতবার গিয়েছিলাম সিলেটের জাফলং। এবার এসেছি রাঙামাটি। হয়তো আরো দু’দিন থাকবো। এসেছি যখন বগা লেক না দেখে ঢাকায় ফেরা যাবে না। তাছাড়া আমি একটানা কাজের বলয়ের মধ্যে নিজেকে কোনো সময়ই বন্দি করে রাখতে পারি না। তাই হঠাৎ আমার খুব কাছে ক’জন বন্ধুকে সঙ্গে নিয়ে চলে এলাম রাঙামাটি। এখানে হাসি-আনন্দে খুব সুন্দর সময় পারছি করছি আমি এবং আমার বন্ধুরা।’

এনই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।