রমজান নিয়ে মনির খানের ৪ গান
দরাজ কণ্ঠের শ্রোতানন্দিত গায়ক মনির খান আধুনিক এবং সিনেমার গান ছাড়া ইসলামিক সংগীত গেয়েও প্রশংসা কুড়িয়েছেন। এ যাবত তিনি বেশ কিছু ইসলামী সংগীত পরিবেশন করেছেন। সবগুলোই শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
এরই ধারাবাহিকতায় মনির খান এবার রমজান উপলক্ষে ৪টি ইসলামী গান গেয়েছেন। এ গুলোর কথা হচ্ছে, ‘সমতার বাণী নিয়ে এলে তুমি রমজান’, এটি লিখেছেন ও সুর করেছেন আমিরুল মোমিনীন মানিক। গানটি এমকে মিউজিক২৪ ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছে। ‘আকাশের মিটিমিটি তারা সাথে’- এ গানের কথা লিখেছেন ইরোজ আহসান খান ও সুর করেছেন মুজাহিদ জামান। এটি প্রকাশ পাবে মনির খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল।
আরও পড়ুন:
- গ্রামের অখ্যাত যুবক যেভাবে গায়ক মনির খান হয়ে উঠলেন
- অঞ্জনাকে রাজাকার-মীর জাফরের সঙ্গে তুলনা করলেন মনির খান
মনির খান রমজান উপলক্ষে আরও দুটি গান এসএটিভির জন্য গেয়েছেন। এ গানের কথা হচ্ছে, ‘আহলান সাহলান, সুস্বাগতম রমজান’ এর কথা ও সুর করেছেন আমিরুল মোমিনীন মানিক। অন্য গানটি হচ্ছে ‘হে দয়াময় তোমার দরবারে তুলেছি দুই হাত’। এর কথা ও সুর করেছেন মিল্টন খন্দকার।
রমজানের গান প্রসঙ্গে মনির খান জাগো নিউজকে বলেন, ‘পবিত্র রমহান মাস উপলক্ষে ইসলামী গান গাইতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আশা করছি গানগুলো ধর্মপ্রাণ মানুষসহ সব শ্রেণির ভক্ত-অনুরাগীদের মন ছুঁয়ে যাবে। সবার কাছ থেকে গানগুলো নিয়ে মন্তব্যের অপেক্ষায় আছি।’
মনির খান তার ভক্তদের জন্য নতুন নতুন গান প্রকাশ ছাড়াও দেশ-বিদেশের কনসার্টে নিয়মিত গান পরিবেশ করছেন। সেই সঙ্গে বিভিন্ন চ্যানেলের লাইভ শোয়েও অংশ নিচ্ছেন।
এমএমএফ/এএসএম