জাতিসংঘের বিশেষজ্ঞ দল সুন্দরবনে


প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘ সুন্দরবনে ছড়িয়ে পড়া তেল অপসারণে সহায়তা করার জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। বৃহস্পতিবার ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুন্দরবনের তেল পরিস্কারে সরকারের প্রচেষ্টায় সহায়তা করার জন্য জাতিসংঘ দুর্যোগ মূল্যায়ন ও সমন্বয়কের (ইউএনডিএসি) একটি দল ঢাকা পৌঁছেছে। দলটি পরিস্থিতি মূল্যায়ন করবে, দুর্যোগ থেকে পরিত্রাণের বিষয় পরামর্শ দেবে এবং ঝুঁকি হ্রাসের পদক্ষেপ নেবে।

ইউএনডিপির নেতৃত্বে বাংলাদেশ সরকারের প্রতি এই সহায়তায় জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), মানবিক বিষয়ক সমন্বয়কারীর কার্যালয় (ওসিএইচএ), যৌথ পরিবেশ ইউনিট এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য অংশীদার দেশগুলো সমর্থন দিচ্ছে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ট্যাংকার ডুবির ফলে সুন্দরবনের বিস্তৃত এলাকায় ফার্নেস ওয়েল ছড়িয়ে পড়ে। ১৫ ডিসেম্বর তেল অপসারণে সরকার জাতিসংঘের সহায়তার অনুরোধ জানায়। এই অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘ গতকাল বুধবার একটি অগ্রবর্তী দল পাঠিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।