রাজনীতিতে নাম লেখালেন বলিউড নির্মাতা রামগোপাল!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ পিএম, ১৪ মার্চ ২০২৪

ভারতের লোকসভা নির্বাচন নিয়ে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি আরম্ভ হয়েছে। শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণার কাজ। ভোটের আগে সেলিব্রিটিদের রাজনীতিতে আসা খুবই সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলিউডে।

লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা দিলেন বলিউড নির্মাতা রামগোপাল বর্মা। এবার রাজনীতিতে লেখালেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) হঠাৎ নিজেই রাজনীতিতে নামার ঘোষণা দিলেন এ পরিচালক। এক্স-এ সিদ্ধান্তকে আকস্মিক বলে জানান যে, ‘আকস্মিক সিদ্ধান্ত, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি পিঠাপুরম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি’৷ পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ পোস্টটি শেয়ার হওয়ার পরই তাকে অভিনন্দন জানিয়েছেন ভক্তরা।

রাজনীতির মাঠে নামার খবর প্রকাশ্যে আসতেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে তিনি কোন দলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। যদিও কোন দল থেকে দাঁড়াবেন সেই বিষয় নিয়ে এখনো মুখ খোলেননি এ নির্মাতা। পুরো বিষয়টা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। এমনকী হঠাৎ তার রাজনীতিতে আসা নিয়েও বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে।

মাঝেমধ্যেই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে উঠে আসেন রামগোপাল বর্মা। একাধিক ছবির জন্যও তাকে নিয়ে সমালোচনা কম হয় না। তবে কোন দলের হয়ে তিনি ভোটে লড়ছেন তা জানতেই মুখিয়ে রয়েছেন এ নির্মাতার ভক্ত-অনুরাগীরা।

এমএমএফ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।