মার্কিন টিভি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা


প্রকাশিত: ১১:৪০ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

নাচে, গানে, অভিনয়ে বলিউড মাতিয়ে প্রিয়াঙ্কা চোপড়া এবার চললেন আমেরিকা। বলিউডের এই গ্ল্যামার কুইনকে পা রাখতে চলেছেন মার্কিনি ওয়ার্ল্ড টিভিতে। আমেরিকান স্টুডিও এবিসি সঙ্গে একবছরের চুক্তি সাক্ষর করেছেন এই বিশ্বসুন্দরী।

মার্কিনি সংবাদপত্রের সুবাদে জানা গেছে যে, এবিসি স্টুডির ওদেশে চলতি কোন অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে দেখা যেতে পারে অথবা তাঁর জন্য নতুন কোন অনুষ্ঠানও শুরু করতে পারে তারা,আপাতত এমনটাই জল্পনা।

আবার এটাও শুনতে পাওয়া যাচ্ছে এই সংস্থার একটি আ্যনিমেটেডে ছবি ‘প্লেনস’-এ কন্ঠদিতে পারেন এই বলিসুন্দরি। যদিও গানের আ্যালবামের মধ্যমে আগে থেকেই বিদেশে এই নায়িকা যথেষ্ঠ প্রসিদ্ধ হয়ে উঠেছেন।

তবে এবার সরাসরি টিভি শোতে থাকবেন এই বলিতারকা। এই ডাকে খুশিতে ডগমগ প্রিয়াঙ্কা ট্যুইট করেছেন, ‘এটা একটি সৃষ্টিশীল পদক্ষেপ যা আমার অভিনয়ে রূপান্তর ঘটাবে’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।