জাতির পিতাকে নিয়ে গাইলেন ইভা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৫ পিএম, ১১ মার্চ ২০২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গান গাইলেন শিল্পী ইভা আরমান। ‘জয় বাংলার ধ্বনি’ শিরোনামে গানটি বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ প্রকাশ করবেন বলে জানান তিনি। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

সংগীত আয়োজনে এমএমপি রনি। এডিটিং কালার গ্রেডিং সোহাগ খান (এসকে)। সার্বিক তত্ত্বাবধানে সোহেল আরমান।

গানটি প্রসঙ্গে ইভা বলেন, জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এ গানটি করেছি। তিনি না থাকলে আজ আমরা স্বাধীন এ দেশ পেতাম না। একজন শিল্পী হিসেবে সাধারণ মানুষ ও শ্রোতাদের কাছে আমার কণ্ঠে জাতির পিতাকে আমি সব সময় নিয়ে আসতে চাই।

আরও পড়ুন

এর আগেও ইভা আরমান বঙ্গবন্ধুকে নিয়ে গান করেছেন। ‘বঙ্গবন্ধু তুমি ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়’ এমন কথার গানটি বেশ প্রশংসিত হয়। এছাড়া ইভার কণ্ঠে ‘বাংলাদেশ, হাজার নদীর মিলনমেলা’, ‘বাবা যুদ্ধে গেছে একাত্তরে ফিরে আর আসেনি’, ‘মাগো যুগে যুগে’ শিরোনামের গানগুলোও শ্রোতাদের মন জয় করে।

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।