লীনা তাপসীর উদ্যোগে ‘বাংলা সংগীত উৎসব’ অনুষ্ঠিত

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৫ পিএম, ০৯ মার্চ ২০২৪

প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ড. লীনা তাপসী খানের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা সংগীত উৎসব’। আইসিবিএম’র (ইন্টারন্যাশনাল সেন্টার ফর বেঙ্গলি মিউজিক) ব্যানারে ৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে উৎসবটি অনুষ্ঠিত হয়েছে।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ‘বাংলা সংগীত উৎসব’ উদ্বোধন করেন রয়েল ইউনিভাসির্টি অব ঢাকা’র উপাচার্য অধ্যাপক ড. মেজবাহ কামাল। বিশেষ অতিথি ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ্, কবি নজরুল ইনস্টিটিউটের পরিচালক মো. রায়হান কাওসার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাফরিজা শ্যামা। সভাপতি ছিলেন আই সি বিএ ‘র কোষাধ্যক্ষ আহসান খান।

লীনা তাপসীর উদ্যোগে ‘বাংলা সংগীত উৎসব’ অনুষ্ঠিত

আরও পড়ুন: লীনা তাপসীর উদ্যোগে ‘বাংলা সংগীত উৎসব’

এ উৎসবে নজরুলসংগীত ও রবীন্দ্রসংগীত পরিবেশনার পাশাপাশি বাংলা গানের বিভিন্ন ধারা এবং গবেষণামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

এ উৎসবে প্রতিযোগিরা রবীন্দ্র, নজরুল, লালনগীতি, লোক, বাউল, ভাটিয়ালি, আধুনিকসহ বাংলা সংগীতের যেকোনো ঘরানার গান পরিবেশন করেন।

লীনা তাপসীর উদ্যোগে ‘বাংলা সংগীত উৎসব’ অনুষ্ঠিত

আরও পড়ুন: ১০৫ শিল্পীকে নিয়ে আখতার হুসেন ও শাহীন সরদার

উৎসব প্রসঙ্গে লীনা তাপসী খান জাগো নিউজকে বলেন, বাংলা গানের ধারাকে সমৃদ্ধ করতেই ‘বাংলা গানের উৎসব’র উদ্যোগ নিয়েছে আইসিবিএম। দেশীয় সংগীতের অগ্রগতির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করছি।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।