চলচ্চিত্র পরিচালক শিল্পী চক্রবর্তী মারা গেছেন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০৭ মার্চ ২০২৪

ঢাকাই সিনেমার প্রবীণ চলচ্চিত্র পরিচালক শিল্পী চক্রবর্তী মারা গেছেন। আজ (৭মার্চ) রাত ৭টা ৫০ মিনিটে পুরান ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা জাগো নিউজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে বাসায় মাথা ঘুরে পড়ে যান শিল্পী চক্রবর্তী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। আজ সকাল থেকে তাকে আইসিইউতে রাখা হয়। সন্ধ্যায় তিনি মারা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শিল্পী চক্রবর্তী। ২০২২ সালে তার একবার স্ট্রোক হয়েছিল। এরপর থেকে শিল্পী চক্রবর্তী শারীরিকভাবে দুর্বল ছিলেন।

শিল্পী চক্রবর্তী 'বিনি সুতার মালা', 'উজান ভাটি', 'আমার আদালত', 'তোমার জন্য পাগল', 'সবার অজান্তে', 'চরমপত্র', 'মীমাংসা' সিনেমা নির্মাণ করেছেন।

এমআই/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।