৮ মার্চ ‘বোধ’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৭ মার্চ ২০২৪

‘বোধ’ শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনী শুরু হবে আগামী ৮ মার্চ বিকেল ৩টায়। প্রদর্শনী চলবে ১০ মার্চ পর্যন্ত। প্রতিদিনই বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে। প্রদর্শনীটি শাহবাগের ছবির হাটে অনুষ্ঠিত হবে। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

আলোকচিত্র প্রদর্শনীটি কিউরেট করেছেন তানজিমুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী কে এম আসাদ। তার তত্ত্বাবধানে দুই মাসের কর্মশালায় অংশগ্রহণ করেন মো. আবু সুফিয়ান জুয়েল, জীবন আহমেদ, সৈয়দ মাহামুদুর রহমান, মেহেদী হাসান ও মো. সাজ্জাদ হোসেন।

আরও পড়ুন
বিসিকের উদ্যোগে ‘টাকার রং কালো’র সফল মঞ্চায়ন

এ পাঁচজন আলোকচিত্রী অংশগ্রহণ করে শেখার চেষ্টা করেছেন কীভাবে একটি বিষয়ের দিকে তাকাতে হয় এবং সেটিকে আলোকচিত্রের মাধ্যমে একটি গল্পের আকার দেওয়া যায়। আলোকচিত্রীরা নিজেদের জীবনের কাছাকাছি একটি গল্প বলার চেষ্টা করেছেন।

যদিও তারা ব্যক্তি বা একটি গোষ্ঠীর গল্প বলছেন, কিন্তু সবার প্রয়াস ছিল নিজেদের অনুভূতি প্রকাশ করা। যে বোধের ভেতর দিয়ে নিজে গেছেন এবং প্রয়োজন মনে করেছেন সেটি প্রকাশ করার।

এমআই/এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।