শাফিন আহমেদের ‘পথিকার’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

খ্যাতিমান ব্যান্ড সংগীতশিল্পী শাফিন আহমেদের জীবনের বিভিন্ন বিভিন্ন দিক নিয়ে প্রকাশিত হয়েছে ‘পথিকার’ নামের একটি গ্রন্থ। এটি লিখেছেন লেখক সাজ্জাদ হুসাইন।

‘পথিকার’ গ্রন্থটি বইমেলায় ‘ছাপাখানার ভূত’র স্টলে পাওয়া যাবে। এটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘ছাপাখানার ভূত’। এরই মধ্যে গ্রন্থটি পাঠকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

আরও পড়ুন: স্বনামে ঝিলিকের গান

‘পথিকার’ গ্রন্থটি সম্পর্কে শাফিন আহমেদ এক ভিডিও বার্তায় বলেন, বিভিন্ন ধরনের মিউজিকের সঙ্গে পরিচিত হতে হতে এক সময় ব্যান্ড মিউজিকের সঙ্গে জড়িয়ে পড়া। এবং মাইলস ব্যান্ডের সঙ্গে কয়েক যুগের পথ চলা। বাংলাদেশের ব্যান্ড মিউজিকের শুরু খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।’

আরও পড়ুন: তারেক হাসানের নতুন গান

তিনি আরও বলেন, ‘নানান ঘটনা আর অভিজ্ঞতার জীবন অবশেষে লিপিবদ্ধ হয়েছে পথিকার নামে।’ শাফিন আহমেদ তার অনুরাগীদের বইটি মেলা থেকে সংগ্রহ করার কথা বলেছেন। কারণ এটি পড়লে তাকে বিস্তারিতভাবে সবাই জানতে পারবেন।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।