ক্যানসার আক্রান্ত অভিনেত্রী শ্রীলা মজুমদার মারা গেছেন
এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার মারা গেছেন। শনিবার (২৭ জানুয়ারি) নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে এ অভিনেত্রী ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’র খবরে এ তথ্য জানা গেছে। ভারতের কেওড়াতলা মহাশ্মশানে শ্রীলা মজুমদারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত মদপানে নীল সিনেমার নায়িকার মৃত্যু
শ্রীলা মজুমদার টালিউডের বাংলার পাশাপাশি হিন্দি সিনেমাতেও কাজ করে বেশ প্রশংসা লাভ করেছেন। মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছিলেন শ্রীলা মজুমদার।
একটি নাটকের মহড়া থেকে শ্রীলা মজুমদারকে চলচ্চিত্রে নিয়ে এসেছিলেন খ্যাতিমান নির্মাতা মৃণাল সেন। ১৯৮০ সালে মৃণাল সেন নির্মিত ‘পরশুরাম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে তার যাত্রা শুরু হয়।
তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘একদিন প্রতিদিন’। তার ক্যারিয়ারের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম গৌতম চট্টোপাধ্যায়ের ‘মহীনের ঘোড়াগুলি’।
মৃণাল সেনের মোট ছটি সিনেমায় অভিনয় করেছিলেন শ্রীলা মজুমদার। শ্যাম বেনেগালের সিনেমা ‘মাণ্ডি’-তে শ্রীলা অভিনয় করেছিলেন ওম পুরীর সঙ্গে। ফুলমণির চরিত্রে তার অভিনয় দাগ কেটে গিয়েছিল সিনেমাপ্রেমীদের হৃদয়ে। তারপর শ্যাম বেনেগালের আরও একটি আবার ওম পুরীর সঙ্গে অভিনয় করেন শ্রীলা মজুমদার।
এ সিনেমার নাম ‘আরোহন’। মৃণাল সেনের ‘খারিজ’ সিনেমায় তিনি সৃজার ভূমিকায় অভিনয় করেন। মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়ে তৈরি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা গেছে।
অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রয়াত শ্রীলা মজুমদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আজ বিকেলে চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যু সংবাদে আমরা শোকাহত।’
তিনি আরও লেখেন, ‘শ্রীলা ছিলেন একজন উল্লেখযোগ্য এবং শক্তিশালী অভিনেত্রী যিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য ভারতীয় চলচ্চিত্রে অসামান্য ভূমিকা পালন করেছিলেন। বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় ক্ষতি এবং আমরা তার অনুপস্থিতি অনুভব করব। তার পরিবারে প্রতি আমার সমবেদনা’।
এমএমএফ/জেআইএম