‘অপারেশন জ্যাকপট’ শেষে অন্তর শোবিজের নতুন সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১১ জানুয়ারি ২০২৪

দেশের শীর্ষ ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ‘অন্তর শোবিজ’। অসংখ্য সফল আন্তর্জাতিক ও জাতীয় ইভেন্টের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। বলিউড বাদশা ‘শাখরুখ খান লাইভ ইন ঢাকা’, ‘আদনান সামি লাইভ’, ‘অনুপম রায়’, ‘নচিকেতা’, ‘বম্বে ভাইকিং’, ‘মুহিত চৌহান’, ‘শ্রেয়া ঘোষল’, ‘কুমার সানু’, ‘সনু নিগম’, ‘সুনিধি চৌহান’, ‘ইন্ডিয়ান আইডল’ ও পাকিস্তানি ব্যান্ড জুনুনের কনসার্টগুলো অন্তর শোবিজের ব্যাপক সফল আয়োজন।

শুধু আন্তর্জাতিক পারফর্মারাই নয়, তার এসব কনসার্টে পারফর্ম করেন দেশের নগরবাউল খ্যাম ব্যান্ড তারকা জেমস, এলআরবি, সোলস, ফিডব্যাক, ওয়ারফেজ, আজম খানসহ দেশের জনপ্রিয় ব্যান্ড এবং সংগীত তারকারা।

আরও পড়ুন: ২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর 

দেশের স্বাধীনতার ৫০ বছর পূতি উপলক্ষ্যে গতবছর রাজধানীর হাতিরঝিলে ‘অন্তর শোবিজ’র ড্রোন শো ছিল আরেক সাফল্য। দীর্ঘ সময়ের অভিজ্ঞতা নিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বপন চৌধুরী এবার হাত দিয়েছেন চলচ্চিত্র নির্মাণে।

সরকারি অনুদানে মুক্তিযুদ্ধের কাহিনি অবলম্বনে চলছে তার প্রথম সিনেমা ‘অপারেশন জ্যাকপট’র নির্মাণ কাজ। এ চলচ্চিত্রের প্রযোজকের দায়িত্ব পালন করছে তার প্রতিষ্ঠান অন্তর শোবিজ। সিনেমাটি প্রথমভাগের শুটিং চলছে এফডিসিতে।

jagonews24

বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন ছিল ‘অপারেশন জ্যাকপট’। সেটি বড় আয়োজনে তুলে ধরা হবে রূপালি পর্দায়।

এ সিনেমায় এক ভিন্নরূপে দেখা যাবে আলোচিত অভিনেতা অনন্ত জলিলকে। এটি পরিচালনা করছেন বাংলাদেশের স্বনামখ্যাত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজীব চৌধুরী।

আরও পড়ুন: অন্তর শোবিজের ড্রোন শোতে বাংলাদেশের ৫০ বছর 

সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, ওমর সানী, মিশা সওদাগর, অমিত হাসান, নীরব, ইমন, নাদের চৌধুরী, শহীদুল ইসলাম সাচ্চু, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরুসহ অনেকেই।

ঢাকার এফডিসিসহ বিভিন্ন লোকেশনে প্রথম লটের শুটিং শেষে বাকি শুটিং হবে গাজীপুরের বিভিন্ন স্পটসহ দেশের চার সমুদ্রবন্দরে। এছাড়া ভারত এবং ফ্রান্সের কিছু লোকেশন নির্বাচন করা হয়েছে সিনেমার কাহিনি অনুসারে।

স্বপন চৌধুরী বলেন, দীর্ঘ সময়ের অভিজ্ঞতা ‘অপারেশন জ্যাকপট’ এ কাজে লাগাচ্ছি। এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমা। এ কারণে নিজেই প্রতিদিন শুটিংয়ে থাকছি। ইভেন্টের কাজ করেছি তিন দশকেরও বেশি সময় ধরে।

তিনি আরও বলেন, শোবিজের মোটামুটি সবই আমার জানা। বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতাও রয়েছে। সেই অভিজ্ঞতাই সিনেমায় দেওয়ার চেষ্টা করছি। এটি একটি নতুন চ্যালেঞ্জও বটে। আশা করছি অপারেশন জ্যাকপট চলচ্চিত্রের নিয়মিত দর্শকসহ আকৃষ্ট করবে সবমহলের দর্শকদের।

এরই মধ্যে চলচ্চিত্র পাড়ায় আলোচনা হচ্ছে ‘অন্তর শোবিজ’কে নিয়ে। সবাই চাইছেন, দীর্ঘদিনের পরিচিত এ প্রতিষ্ঠানটি সিনেমা নির্মাণে নিয়মিত হোক। সেই প্রত্যাশার জায়গা থেকে ‘অন্তর শোবিজ’ও নিজেদের সিনেমায় ব্যস্ত করে তুলছে। স্বপন চৌধুরী জানান, ‘অপারেশন জ্যাকপট’ শেষে চলতি বছরে আরও একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছে অন্তর শোবিজ।

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।