দুই মেয়েসহ বিমান দুর্ঘটনায় মারা গেছেন অভিনেতা
দুই মেয়েসহ বিমান দুর্ঘটনায় মারা গেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার (৫১)। ক্যারিবিয়ান দ্বীপ বেকিয়ার কাছে হঠাৎ করেই যান্ত্রিক ত্রুটির কারণে তাদের বিমানটি পানিতে পড়ে যায়। এ অভিনেতার আসল নাম ‘ক্রিশ্চিয়ান ক্লেপসার’।
এ দুর্ঘটনায় মারা যান ক্রিশ্চিয়ান অলিভারের দুই মেয়ে মাদিতা (১০) ও অনিক (১২)। ‘দ্য গার্ডিয়ান’র এর প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়।
জানা গেছে, বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সেন্ট লুসিয়ার পথে একটি ছোট বিমানে চড়ে রওনা দিয়েছিলেন ক্রিশ্চিয়ান অলিভার। এ যাত্রায় তার সঙ্গী ছিলেন তার দুই মেয়ে মাদিতা ও অনিক।
আরও পড়ুন: অস্কারপ্রাপ্ত ‘কোকো’ সিনেমার ভয়েস আর্টিস্ট মারা গেছেন
বিমানবন্দর থেকে তাদের বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই যান্ত্রিক সমস্যা দেখা দেয়। ফলে মুহূর্তের মধ্যেই সেই বিমান ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রের পানিতে পড়ে যায়। ঘটনাস্থলে উদ্ধারকারীরা এসে পৌঁছানোর আগেই মারা যান ক্রিশ্চিয়ান ও তার দুই মেয়ে।
জানা গেছে, বিমানটি চালাচ্ছিলেন রবার্টস স্যাক্স নামের এক বিমানচালক। বিমান ভেঙে পড়ার পর কোস্ট গার্ডের তৎপরতায় উদ্ধার কাজ শুরু হলে ঘটনাস্থল থেকে বিমানচালকসহ মোট ৪ জনের মৃতদেহ পাওয়া যায়।
যদিও পুলিশ বর্তমানে তদন্ত করছে, বিমান দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার মুহূর্তে জেলে এবং ডুবুরিদের তৎপরতায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন আর নেই
অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভারের জন্ম জার্মানিতে। টেলিভিশন ও চলচ্চিত্রে বেশ কিছু ভালো কাজ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে অনেক ভালো ভালো সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন ক্রিশ্চিয়ান অলিভার।
View this post on Instagram
২০০৮ সালে স্পোর্টস অ্যাকশন কমেডি ‘স্পিড রেসার’ সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। এছাড়া এর দুই বছর আগে ২০০৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য গুড জার্মান’ সিনেমায়ও অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন ক্রিশ্চিয়ান অলিভার।
সিনেমাটি পরিচালনা করেছিলেন স্টিভেন সোডারবার্গ, সিনেমায় ক্রিশ্চিয়ানের পাশাপাশি অভিনয় করতে দেখা গিয়েছিল জর্জ ক্লুনি এবং কেট ব্লেঙ্কেটকে।
তাছাড়া ‘ইন্ডিয়ানা জোনস’ সিনেমার মাধ্যমেই বিশ্বজুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। তবে ‘ইন্ডিয়ানা জোনস’ ফ্রাঞ্চাইজির পঞ্চম এবং শেষ পর্বে হ্যারিসন ফোর্ডের ক্রিশ্চিয়ান অলিভার নিজেই ভূমিকায় ডাবিং করেছিলেন।
এমএমএফ/জিকেএস/এমএস