১০০ কোটির পথে ছুটছে শাহরুখের ‘ডানকি’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখের চলতি বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’ বড়দিন উপলক্ষে মুক্তি পেয়েছে। এখন ভক্তরা মেতে আছেন ‘ডানকি’ উন্মাদনায়।

গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ‘ডানকি’। এরপর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। যদিও শাহরুখের ‘জওয়ান’র তুলনায় ‘ডানকি’র আয় তিন দিনের তুলনায় অনেকটাই কম দেখা যাচ্ছে।

আরও পড়ুন: ‘ডানকি’র পর শাহরুখের নতুন মিশন 

তবুও শুধু শনিবারের আয়েই বেশ এগিয়েছে কিং খানের সিনেমা। আর অল্প সময়ের মধ্যেই সহজেই ১০০ কোটির ক্লাবে পা রাখতে যাচ্ছে ‘ডানকি’।

২৩ ডিসেম্বর (শনিবার) এরই মধ্যে শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ প্রায় ২৬ কোটি রুপি আয় করেছে। মুক্তির তৃতীয় দিনে এ একটি অংক বলা যেতে পারে। পরিসংখ্যান বলছে দুদিনের আয়ের তুলনায় এদিন ‘ডানকি’র আয় বেড়েছে প্রায় ৩০ শতাংশ।

তিন দিনে মোট ৭৫.৩২ কোটি রুপি আয় করেছে এ সিনেমা। ফলে বোঝাই যাচ্ছে আগামী রবিবারের মধ্যে অনায়াসেই ১০০ কোটির ক্লাবে পৌঁছেবে ‘ডানকি’। আর অন্যদিকে বিশ্বজুড়ে প্রায় ১৫০ কোটি রুপির আয় এনে দিতে যাচ্ছে এ সিনেমা।

আরও পড়ুন: চলতি বছরের টালিউডের সেরা সিনেমা 

তবে চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, ‘ডানকি’ কোনোভাবেই ৩৫০ কোটি রুপির বেশি আয় করতে পারবে না এক মাসে। কারণ এখন পর্যন্ত এর দৈনিক উপার্জনের সীমা ৩০ কোটির রুপির নিচে।

যেখানে এ বছরই শাহরুখ খান অভিনীত দুটি সিনেমা ‘জওয়ান’ ও ‘পাঠান’ বিশ্বব্যাপী ১০০০ কোটি রুপি আয় করেছে। সেখানে তুলনায় ‘ডানকি’ কতটা পাল্লা দিয়ে লড়াই করবে এ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।