মোশাররফ করিমের ‘হুব্বা’র ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩

অভিনেতা মোশাররফ করিমের দীর্ঘ প্রতীক্ষিত ‘হুব্বা’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’র পক্ষ থেকে ট্রেলারটি ডিজিটালি প্রকাশ করা হয়েছে।

‘হুব্বা’ সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় নাট্যকার ও পরিচালক ব্রাত্য বসু। ক্রাইম থ্রিলার ঘরানার এ সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পাবে আগামী বছর জানুয়ারিতে। বাংলার কুখ্যাত গ্যাংস্টার, হুব্বা শ্যামলের কর্মকাণ্ড তুলে ধরা হবে এ সিনেমায়। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা মোশারফ করিম।

jagonews24

মারামারি, খুন, রক্তারক্তি, বেপরোয়া গোলাগুলি, কুখ্যাত গ্যাংস্টারের ‘রাজত্ব’ আর তাকে ধরতে চাওয়া পুলিশ বাহিনীর গল্প দেখা এ সিনেমায়। ‘হুব্বা’র ট্রেলারের পরতে পরতে অন্ধকার জগতের খুঁটিনাটি। ভয়ানক ডন হুব্বা শ্যামলের ক্রিয়াকলাপের গল্প দেখা যাবে এ সিনেমায়। যাকে সেই সময়ে অনেকেই হুগলি জেলার দাউদ ইব্রাহিম বলে সম্বোধন করতেন।

আরও পড়ুন: গ্যাংস্টার হয়ে আসছেন মোশাররফ করিম 

টানটান উত্তেজনা পূর্ণ, গায়ে কাঁটা দেওয়া অ্যাকশন, এবং অপ্রত্যাশিত ট্যুইস্টে ভরপুর এ সিনেমার ট্রেলার। মোশারফ করিমের পাশাপাশি পুলিশ অফিসারের চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখা যাবে। এ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন লোকনাথ দে, পৌলমী বসু প্রমুখ।

jagonews24

‘হুব্বা’ সিনেমার ব্যাপারে পরিচালক ব্রাত্য বসু বলেন, ফ্রেন্ডস কমিউনিকেশন ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এ প্রযোজনা সংস্থা বিষয়ভিত্তিক সিনেমা তৈরির সুনাম অর্জন করেছে ইন্ডাস্ট্রিতে। ফিরদাসৌল আমাকে কাজের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, যা এ সময় খুবই বিরল। মোশারফ একজন ভীষণ ভালোমানের অভিনেতা, এবং যে কোনো চরিত্রে সুন্দরভাবে মানিয়ে যান এবং আমার সিনেমার চরিত্রের জন্য তাকে ছাড়া আর কাউকে ভাবতেই পারতাম না।

তিনি আরও বলেন, এ সিনেমার অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এর সংলাপ। দীর্ঘদিন পর বাংলা সিনেমায় দুর্দান্ত সংলাপ শুনবেন দর্শক। বাকি সিনেমা দেখে দর্শক বলবেন। আশা করছি সবাই সিনেমাটি দেখবেন।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।