শাহরুখের ‘ডানকি’ প্রথম দিনে কত আয় করেছে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩

অপেক্ষার পালা শেষে গতকাল (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখের চলতি বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’। সিনেমাটি নির্মাণ করেছেন রাজকুমার হিরানি। অনেকে এখন কৌতূহলী এ সিনেমার প্রথম দিনের আয় নিয়ে।

জানা গেছে, আগের দুই সিনেমার মতো প্রথম দিনে ব্যবসা করতে পারেনি এটি। বৃহস্পতিবার সিনেমাটি বক্স অফিসে আয় করেছে ৩০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৩৯ কোটি টাকারও বেশি।

আরও পড়ুন: ‘ডানকি’ নিয়ে বাংলাদেশি শাহরুখ ভক্তদের উন্মাদনা 

শাহরুখ খানের ‘ডানকি’ কর্মদিবসে মুক্তি পেয়েছে। বড়দিনের ছুটি শুরু হতে এখনো দিন তিন বাকি। সে অনুযায়ী, প্রথম দিনের আয় খুব খারাপ হয়নি ‘ডানকি’ সিনেমার। কিন্তু ‘পাঠান’ ও ‘জওয়ান’ যে রেকর্ড করেছে তারচেয়ে প্রথম দিন অনেক কম আয় করেছে ‘ডানকি’।

টিকিটের অগ্রিম বুকিংয়ের সময় ‘ডানকি’ ১৫.৪১ কোটি রুপি আয় করেছিল। আজ (২২ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে প্রভাস অভিনীত ‘সালার’, যার অগ্রিম টিকিট বুকিংয়ের পরিমাণও বেশ ভালোই। ফলে বক্স অফিসে প্রতিযোগিতা হচ্ছে। সবাই দেখার অপেক্ষায় বলিউড বাদশাহ কেমন প্রতিযোগিতায় ফেলতে পারেন এ তেলুগু সিনেমাকে।

‘স্যাকনিল্ক.কম’র তথ্য অনুযায়ী, ‘ডানকি’র প্রথম দিনের সর্বোচ্চ পরিমাণ টিকিট বিক্রি হয়েছে কলকাতায়। সে শহরে সিনেমার সিট দখলের পরিমাণ ছিল ৫৫.২৫ শতাংশ। এরপর দ্বিতীয় স্থানে হায়দারাবাদ, দখলের পরিমাণ ৩৭.৭৫ শতাংশ, চেন্নাইয়ে ৩৮ শতাংশ, চণ্ডীগড়ে ৩৪ শতাংশ, এনসিআরে ৩১ শতাংশ, জয়পুরে ৩০ শতাংশ, মুম্বাইয়ে ২৯.৭৫ শতাংশ ও বেঙ্গালুরুতে ২৮ শতাংশ।

রাতের শোয়ে সবচেয়ে বেশি পরিমাণ টিকিট বিক্রি হয়েছে। এছাড়াও বক্স অফিস রিপোর্ট বলছে দ্বিতীয় দিনের অগ্রিম টিকিটের বুকিং তথ্যও এসে গেছে যাতে দেখা যাচ্ছে ৯.০৫ কোটির কাছাকাছি আয়ের পরিমাণ।

আরও পড়ুন: ‘ডানকি’র প্রচারে দুবাইয়ের আকাশে ড্রোন, বিশেষ পোজ দিলেন শাহরুখ 

প্রথম দিনে ভালো আয় হলেও ‘ডানকি’ পিছনে ফেলতে পারল না ‘পাঠান’ বা ‘জওয়ান’কে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পায় ‘পাঠান’, প্রথম দিনে আয়ের পরিমাণ ছিল ৫৭ কোটি রুপি। ৭ সেপ্টেম্বর ২০২৩, মুক্তি পায় ‘জওয়ান’, প্রথম দিনে আয় করেছিল ৭৫ কোটি রুপি। এ আয়ের মাত্রা কেবল ভারতেই ছিল।

‘ডানকি’র গল্পে দেখা যাবে, পাঞ্জাবের এক গ্রামের কয়েকজন বন্ধু লন্ডন যেতে চায়, আরও একটু ভালো জীবনযাপনের আশায়।

এদের কারও মা সেলাই করে সংসার টানেন, কারও মা সিকিউরিটি গার্ডের চাকরি করেন, কেউ আবার নিজে ধাবায় কাজ করে রাতদিন মালিকের বকাবকি শোনে। আর এদের মাঝে হঠাৎই এসে উপস্থিত হন ‘হার্ডি’ বলিউড বাদশা।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।