চিকিৎসা শেষে দেশে ফিরলেন ডিপজল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আজ (১৯ ডিসেম্বর) নিজেই জানলেন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এ অভিনেতা।

ফেসবুক বার্তায় অভিনেতা ডিপজল জানান, হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে দ্রুত সিঙ্গাপুরে যান। সেখান থেকে নিয়মিত চেকআপ শেষে অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফিরেছি। সবার কাছেই আমি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন।

এর আগে গত ৯ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন ডিপজল। এছাড়া গত ৩১ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চোখের অপারেশন হয় তার।

ডিপজল ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে হাবিলদার, যেমন জামাই তেমন বউ, জিম্মি, ঘরভাঙ্গা সংসার, আক্রোশ, অমানুষ হলো মানুষ, বাংলার হারকিউলিস প্রভৃতি। বর্তমানে তিনি সিনেমায় অভিনয়ের পাশাপাশি নিয়মিত প্রযোজনাও করছেন।

এমআই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।