জিটিভিতে টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস
টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস, মনে আছে কি সবার? সাধারণ কচ্ছপের ছানা থেকে অদ্ভুত এক কেমিক্যালের প্রভাবে জিনগতভাবে পরিবর্তিত হয়ে মানবাকৃতির কচ্ছপ হয়ে ওঠে চার ভাই।
যারা নানা রকম যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিল তাদের সেন্সেই বা শিক্ষক মিউটেটেড ইঁদুর মাস্টার স্প্রিন্টারের ছত্রছায়ায়। চার ভাই চার রকম অস্ত্রে পারদর্শী ও তাদের মধ্যে নেতা হচ্ছে তাদের বড় ভাই লিওনার্দো। এবার জিটিভির পর্দায় দেখা যাবে এই চার ভাইকে। জিটিভি প্রতিদিন বিকাল ৪টা ৫ মিনিটে প্রচার করছে বিশ্বের সাড়া জাগানো কার্টুন সিরিজ ‘টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস’।
১৯৮৪ সালে প্রথম কমিক আকারে প্রকাশ ঘটে টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলসের। তার পর দারুণ জনপ্রিয়তার ফলে একে একে বের হতে থাকে কার্টুন, টিভি সিরিজ, গেম ইত্যাদি।
টারটেলদের চিরশত্রু শ্রেডারকে হারানোর পর যোগ্য নেতার আসন টিকিয়ে রাখার জন্য লিওনার্দো সেন্ট্রাল আমেরিকায় যাত্রা করে মার্শাল আর্টের কৌশল আরো ভালো করে রপ্ত করতে। আর এদিকে বাকি তিন ভাই ভিন্ন ভিন্ন কাজে নিজেদের ব্যস্ত করে তোলে।
অহঙ্কারী রাফায়েল হয়ে উঠে শহরের অপরাধ দমনকারী হিরো নাইটওয়াচার, মাইকেল এঞ্জেলো কাজ করে ছোটদের জন্মদিনের অনুষ্ঠানের এন্টারটেইনার হিসেবে এবং ডোনাটেলো টেলিফোন অপারেটরের চাকরি নেয়। লিওনার্দো ফিরে আসার পরে তার সাথে নেতার আসন নিয়ে রাফায়েলের সম্পর্ক খারাপ হয়ে ওঠে।
মাস্টার স্প্রিন্টার তাদের সম্পর্কের যাতে অবনতি না হয়, সেজন্য তাদের মিলে থাকার পরামর্শ দেন। লিওনার্দোকে বলেন ধৈর্য ধরতে আর রাফায়েলকে বলেন তার অহঙ্কার ত্যাগ করতে। হঠাৎ শহরে কিছু অসীম শক্তিশালী ঐতিহাসিক দৈত্য-দানবের আগমন ঘটে।
তাদের সাথে তুমুল লড়াই করতে করতে চার ভাই বুঝে নেয় একতাই বল, তাদের কেউই কাউকে ছাড়া সম্পূর্ণ নয়। এতে তাদের মাঝে আবার ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়ে ওঠে। তারপর তারা সবাই মিলে সেই দৈত্যগুলোকে মেরে তারা যে স্থান থেকে এসেছিল সেখানে আবার পাঠিয়ে দেয়।
এলএ/আরআইপি