গানে গানে বুদ্ধিজীবীদের স্মরণ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৩ ডিসেম্বর ২০২৩

শহীদ বুদ্ধিজীবী দিবস কে কেন্দ্র করে এনিগমা মাল্টিমিডিয়ার পরিকল্পনায় বুদ্ধিজীবীদের নিয়ে বিশেষ গানে কন্ঠ দিলেন জনপ্রিয় শিল্পী আগুন, স্বীকৃতি ও মোমিন বিশ্বাস।

সৈয়দ মইনুল হাসান এর কথা ও সুরে 'কত শূন্যতা চারিদিক' শিরোনামের এই গানটির সঙ্গীত আয়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক মকসুদ জামিল মিন্টু।

মকসুদ জামিল মিন্টু বলেন,এর আগেও বুদ্ধিজীবীদের আমার গান করার সুযোগ হয়েছে কিন্তু এই গানটি অন্যরকম আবেগের একটি গান! আগুন, স্বীকৃতি, মোমিন তিনজনই পরীক্ষীত শিল্পী! তিনজনেই ভালো গেয়েছে! আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে!

এ ব্যাপারে স্বীকৃতি বলেন-"সঙ্গীত জীবনে অসংখ্য গানেই কন্ঠ দেওয়ার সুযোগ হয়েছে। কিন্তু এই ধরনের গান খুব বেশি গাওয়ার সুযোগ হয়নি। গানটির কথা ও সুর আমার খুব ভালো লেগেছে, আরো ভালো লেগেছে আমাদের প্রিয় মকসুদ জামিল মিন্টু ভাইএর সাথে কাজ করে। আগুন ভাই এবং মোমিন ও চমৎকার গেয়েছে।

গানটি নিয়ে আরও উচ্ছ্বাস প্রকাশ করে মোমিন বলেন বুদ্ধিজীবীদের নিয়ে এই প্রথম কোন গানে কন্ঠ দিলাম। অনেক অনেক কৃতজ্ঞতা জানাই ফাহমিদ শান্তনু ভাইকে এমন চমৎকার একটি গানের পরিকল্পনায় আমাকে সম্পৃক্ত করার জন্য। আশা করি গানটি সবার ভালো লাগবে।

সম্প্রতি মগবাজারের একটি স্টুডিও তে গানটির কন্ঠধারণ করা হয়! জানা গেছে আগামী ১৪ ডিসেম্বর গানটি এনিগমা মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেইজ ও ওয়েবসাইটে গানটি মুক্তি পাবে

এমআই/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।