চলচ্চিত্র দিবসকে ঘিরে শিল্পকলার আয়োজন

জাতীয় চলচ্চিত্র দিবস আগামীকাল রোববার, ৩ এপ্রিল। এবারের চলচ্চিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বর্ণিল আয়োজন হাতে নিয়েছে। তারমধ্যে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে আলোচনা, চলচ্চিত্রের গানের অনুষ্ঠান, চলচ্চিত্রের, পোস্টার, স্থিরচিত্র ও প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের প্রতিকৃতি এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী।
আগামীকাল বিকেল ৫টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের লবিতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাথে যৌথভাবে চলচ্চিত্রের পোস্টার, স্থিরচিত্র ও প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের প্রতিকৃতি প্রদর্শনী থাকবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আলোচনা ও চলচ্চিত্রের গানের অনুষ্ঠান হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নায়করাজ রাজ্জাক। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী, মানজারে হাসিন মুরাদ, মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ।
এই দিবসটি উপলক্ষে আগামী সোমবার, ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একাডেমির জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল কালচারাল আর্কাইভে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাথে যৌথভাবে চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
তারমধ্যে ৪ এপ্রিল ‘বৃহন্নলা’, ৫ এপ্রিল ‘মৃত্তিকা মায়া’, ৬ এপ্রিল ‘উত্তরের সুর’, ৭ এপ্রিল ‘গেরিলা’, ৮ এপ্রিল ‘গহীনে শব্দ’, ৯ এপ্রিল ‘মনপুরা’ এবং ১০ এপ্রিল ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এলএ/আরআইপি