বৈশাখের রাতে মম


প্রকাশিত: ০৯:২৫ এএম, ০২ এপ্রিল ২০১৬

পহেলা বৈশাখ মানেই টিভি চ্যানলেগুলোতে বাড়তি আয়োজন, বাড়তি রং। সে ধারাবাহিকতায় এবারেও থাকছে অনুষ্ঠানের চাকচিক্য। তারই ভিড়ে পহেলা বৈশাখের রাতে এনটিভিতে প্রচার হবে লাক্স তারকা জাকিয়া বারী মম অভিনীত নাটক ‘প্রেম তুমি’।

এই নাটকে মম’র বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা অপূর্বকে। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটকটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম একটি নাটক বলে উল্লেখ করেছেন মম। তিনি জাগো নিউজকে বলেন, ‘এই নাটকের আবদেন দর্শকদের ভালো লাগবে। আমার ভক্তদের জন্য এটিই হবে এবারের বাংলা নববর্ষের সেরা উপহার।’

এদিকে পরিচালক জানান, নাটকের গল্পে দেখা যাবে- যৌবনে মমর প্রেমে পড়েছিলেন অপুর্ব। একটা সময় প্রেমটা বেশ জমে উঠে। কিন্তু হঠাৎ এক ঝড়ে ভেঙে যায় দুজনের স্বপ্নের ঘর। আরেক জনের সঙ্গে বিয়ে হয় মম’র। প্রেমিকাকে হারিয়ে বিরহে কাতর অপুর্ব। অনেক বছর পর মম’র সঙ্গে দেখা হয় তার। তখন দুজনেই বদলে গেছেন অনেকখানি। মম’র গায়ে সাদা শাড়ি দেখে অবাক হন অপুর্ব।

নাটকে চমক হিসেবে থাকছে তাহসানের গান। ‘যাচ্ছো হারিয়ে’ শিরোনামে আবহ সঙ্গীতটি লিখেছেন আদর। সংগীতায়োজনে আছেন সাজিদ সরকার।

অপুর্ব-মম ছাড়াও নাটকে আরও আছে আদনান ফারুক হিল্লোল।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।