শিল্পকলায় বাংলাদেশ এন্ড জাপান ফ্রেন্ডশীপ আর্ট শো


প্রকাশিত: ০৮:২৮ এএম, ০২ এপ্রিল ২০১৬

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৩য় তলার ২ নং গ্যালারিতে ‘বাংলাদেশ এন্ড জাপান ফ্রেন্ডশীপ আর্ট শো’ শীর্ষক সপ্তাহব্যাপী একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশি শিশুদের আঁকা শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীটি চলবে ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত।

এটির আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা), গ্লোরিয়া ফাউন্ডেশন ও রিনরী ইন্সটিটিউট অব অ্যাথিকস। আর প্রদর্শনীটির অর্থায়ন করেছেন জাপানের শিল্পী সাকামতো, ইউডা চারুকলা বিভাগের ২১ জন শিক্ষক, গ্লোরিয়া ফাউন্ডেশনের সংস্কৃতি সম্পাদক এফ রহমান ভূটান এবং গ্লোরিয়া ফাউন্ডেশন।

গেল শুক্রবার, ১ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান দূতাবাসের কালচারাল কাউন্সেলর, জাপানের রিনরী ইন্সটিটিউট অব অ্যাথিকস এর চেয়ারম্যান হাশমী টোশিকাটসু, বাংলাদেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউডা চারুকলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর শাহজাহান আহমেদ বিকাশ।

প্রদর্শনীতে জাপানের শিল্পী সাকামতোর শিল্পকর্মসহ জাপানের ৫০টি শিল্পকর্ম, ইউডার ২১জন শিক্ষকের ২১টি শিল্পকর্ম, গ্লোরিয়া ফাউন্ডেশনের সংস্কৃতিক সম্পাদক এফ রহমান ভূটানের ১টি শিল্পকর্মসহ মোট ৭২টি শিল্পকর্ম  স্থান পেয়েছে। এছাড়া গ্লোরিয়া ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশের শিশুদের আঁকা ৭০টি চিত্র এ প্রদর্শনীতে স্থান পেয়েছে।

ইউডার চারুকলার শিক্ষকবৃন্দ হলেন যথাক্রমে প্রফেসর শাহজাহান আহমেদ বিকাশ, কানিজ সোহানী ইসলাম, হাসান আশিক, মাহবুব হাসান খান, উত্তম কুমার সাহা চক্রবর্তী, শর্বরী রায় চৌধুরী, আব্দুল্লাহ আল মাহমুদ, এ আর রুমি, এ এইচ ঢালী তমাল, মো. সাবিল ওসমান, গুলশান হোসেন, মোঃ মাহবুব আলম, মো. পারভেজ, মোহাম্মদ শাহজাদা, মো. রাশেদ কামাল, তানজীল হোসেইন মইন রোনেট, হুমাইরা জাহান, নিয়ামুল কাদিম লোটাসএস এম এহসান ও মো. কামরুজ্জোহা।

প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।