‘আমার বাংলাদেশ’ গাইলেন মাটি রহমান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৮ এএম, ২৫ নভেম্বর ২০২৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও জাতীয় শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় শহীদুল্লাহ ফরায়জীর কথায়, মুরাদ নূরের সুরে, শেখ সাদী খানের সঙ্গীত পরিচালনায় ‌‘আমার বাংলাদেশ’ শিরোনামের একটি দেশের গানে কণ্ঠ দিলেন তরুণ প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী মাটি রহমান।

আর পড়ুন: নচিকেতার সুরে সামিনা চৌধুরীর ‘আমি ভালো নেই’

এ প্রসঙ্গে মাটি রহমান বলেন, ভীষণ ভালো লাগছে। এই প্রথম শেখ সাদী খান স্যারের সঙ্গীত পরিচালনায় গাইলাম। অনেকদিনের স্বপ্ন ছিলো বরেণ্যজনদের সাথে কাজ করার। মুরাদ নূর ভাইয়ের দেওয়া সুযোগের কারনে তা পূরণ হলো।
‘আমার বাংলাদেশ’ শিরোনামের গানটি আমার জীবনে অন্যতম মৌলিক গান। সবার দোয়া চাই।

সুরকার ও আয়োজক প্রধান মুরাদ নূর বলেন, বরেণ্য গীতিকবিদের কথায়, শেখ সাদী খান গুরুজ্বির সঙ্গীত পরিচালনায়, আমার সুরে পাঁচটি গানই গেয়েছেন সময়ের জনপ্রিয় তরুণ কণ্ঠেশিল্পীরা। মাটি তার যোগ্যতায় বিজয় উল্লাসে স্থান পেয়েছে।

আরও পড়ুন: গান গাইতে গিয়ে কুয়ায় পড়ে গিয়েছিলেন তথ্যমন্ত্রী

জানা গেছে, বিজয়ের উল্লাস শিরোনামে অনুষ্ঠানে আগামী শুক্রবার (১ ডিসেম্বর) জাতীয় শিল্পকলা একাডেমির সঙ্গীতশালা মিলনায়তনে সাংস্কৃতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে পাঁচটি গান’ই প্রকাশিত হবে।

এমআই/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।