দ্বিতীয় বিয়ে করেছেন চলচ্চিত্র নির্মাতা রিজু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৪ নভেম্বর ২০২৩

সবচেয়ে কমবয়সী নির্মাতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করা চলচ্চিত্র পরিচালক রিয়াজুল রিজু। ‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমা দিয়ে এ গৌরব অর্জন করেন তিনি। এরপর থেকে নানামাত্রিক নির্মাণে তিনি জড়িয়ে আছেন।

একটি সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে বিয়ে করেছেন রিজু। এটি তার দ্বিতীয় বিয়ে। এর আগের স্ত্রীকে অবশ্য তিনি ডিভোর্স দেননি। সেই ঘরে সন্তানও রয়েছে তার। রিজুর দ্বিতীয় স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌস রুমু। তিনি পেশায় শিক্ষক। সেন্ট্রাল ইউনিভার্সিটির বাণিজ্য বিভাগের লেকচারার হিসেবে কর্মরত আছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন বলেও জানা গেছে।

আরও পড়ুন: শ্যামল-মমর ‘সেলুলয়েড’

রুমুর বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রোডপাড়ার ধীনগরে। সূত্র জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারির ২১ তারিখে বিয়ের কাজ সারেন রিজু ও রুমু।

ব্যক্তিগত কাজের সূত্রে তাদের পরিচয় ও প্রেম। তার পরিণতি বিয়েতে। বর্তমানে দুই স্ত্রীর সঙ্গেই সংসার করেছেন এই তরুণ নির্মাতা। তবে এ বিষয়ে জানতে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত আছি। এসব ব্যক্তিগত ব্যাপারে কিছু বলতে চাই না।’

রিয়াজুল রিজু নির্মাণের পাশাপাশি একজন অভিনেতাও। একজন চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেন তিনি।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।