বিজয় সেতুপতির সঙ্গে জয়াকে দেখে নতুন গুঞ্জন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২২ নভেম্বর ২০২৩

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি এরই মধ্যে বলিউডেও পা দিয়েছেন। বুধবার (২২ নভেম্বর) গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায় জয়া অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এর প্রিমিয়ার। এরই মধ্যে গোয়ায় হাজির হয়েছেন এ অভিনেত্রী। সেখানেই তার একটি নতুন সিনেমা নিয়ে তৈরি হয়েছে জল্পনা-কল্পনা।

গত সোমবার ইফির ৫৪তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন জয়া। সঙ্গে ছিলেন ‘কড়ক সিং’ পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী, অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ও সঞ্জনা সাংঘি। উদ্বোধনী অনুষ্ঠানের কয়েকটি ভিডিওতে জয়া আহসানের সঙ্গে দেখা যায় প্রযোজক-পরিচালক করণ জোহর, অভিনেতা শাহিদ কাপুর, গায়িকা শ্রেয়া ঘোষালকে।

এদিনই দক্ষিণী সুপারস্টার অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে একটি ছবি তুলেছেন জয়া। সে ছবি দেখেই শুরু হয়ে গুঞ্জন, তাহলে কি এবার দক্ষিণের সিনেমায় জয়া অভিনয় করতে যাচ্ছেন?

গোয়া চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে হাজির ছিলেন তামিল সুপারস্টার বিজয় সেতুপতি। শুধু তামিলই নয়, তেলেগু, মালয়ালাম, কন্নড় সিনেমাতেও তার ব্যাপক জনপ্রিয়তা। শাহরুখ খানের সঙ্গে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘জওয়ান’ সিনেমার হাত ধরে তিনি এখন খ্যাতির শীর্ষে। এছাড়াও হিন্দি ওয়েব সিরিজ ‘ফরজি’তে নজর কেড়েছেন অভিনেতা। ভারতীয় এ তারকার সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে জয়া লিখেছেন, ‘বিজয় সেতুপতি স্যারের সঙ্গে। আইএফএফআই মোমেন্ট।’

গোয়া উৎসবের উদ্বোধনী দিনে প্রকাশ করা হয় ‘কড়ক সিং’-এর ট্রেলার। ট্রেলারেই পঙ্কজ ত্রিপাঠির দুর্দান্ত অভিনয় এবং প্রথমবার জয়ার মুখে শোনা গেল হিন্দি সংলাপ।

ট্রেলারটি দারুণ পছন্দ করেছেন দর্শক। উৎসবের পর এ বছরই জি-ফাইভে মুক্তি পাবে সিনেমাটি। তবে এখনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। বলিউডে অভিষেকের আগে অভিনেত্রী বলেন, ‘অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমায় অভিনয়ের ইচ্ছা অনেক দিনের। প্রথম যখন তার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। নিজের প্রথম হিন্দি সিনেমাতেই যখন পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে অভিনয়ের সুযোগ মেলে, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!’

গোয়া উৎসবে এবছর শুধু কড়ক সিং নয়, সবমিলিয়ে চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবার। প্রদর্শিত হবে মুর্তাজা অতাশজমজমের ইরানি সিনেমা ‘ফেরেশতে’, সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ ও কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’।

গোয়া উৎসবে একেবারেই অপরিচিত মুখ নন জয়া আহসান। গত বছরও বাংলাদেশের নির্মাতা আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’সিনেমাটি দারুণ প্রশংসিত হয়েছিল। এটি ব্যাপক প্রশংসিত।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।