সাংবাদিকের যে প্রশ্নে ক্ষেপেছেন তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৩ এএম, ২২ নভেম্বর ২০২৩
অভিনেত্রী তানজিন তিশা ও সাংবাদিক মাজহারুল ইসলাম তামিম (বাঁ থেকে)

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সোমবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন। সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সে সময় এক সাংবাদিকের প্রতি অভিযোগের তীর ছুড়েছিলেন তিনি।

ডিবি কার্যালয় থেকে বের হওয়ার পর ‘সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার’ বিষয়ে প্রশ্ন করা হয় তানজিন তিশাকে। এর উত্তরে অভিনেত্রী বলেন, একজন স্পেসিফিক সাংবাদিককে আমি ওই কথা বলেছি, সবাইকে বলিনি।

‘এক সাংবাদিকের টেক্সট ম্যাসেজ পেয়ে আমি তাকে কল করি। তার ওই ম্যাসেজটি নারী হিসেবে আমার কাছে বেশ স্পর্শকাতর লেগেছে। এই প্রশ্নটা তিনি একজন নারীকে করতে পারেন না।’

আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যে তানজিন তিশাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আলটিমেটাম

তিশা আরও বলেন, তিনি (সাংবাদিক) কী প্রশ্ন করেছেন, সেটা আমি এত মানুষের সামনে মুখে আনতে পারবো না। তবে আপনারা ব্যক্তিগতভাবে দেখতে চাইলে দেখাতে পারবো।

পরে জানা যায় ওই সাংবাদিক হলেন, মাজহারুল ইসলাম তামিম। তিনি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত।

মঙ্গলবার (২১ নভেম্বর) সাংবাদিক তথা গণমাধ্যমের বিরুদ্ধে অভিনেত্রী তিশার বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে সমবেত হন দেশের বিনোদন সাংবাদিকরা। সমাবেশে অভিনেত্রী তানজিন তিশাকে ডিবি কার্যালয়ে সংবাদকর্মী মাজহারুল ইসলাম তামিমের ওপর আরোপিত অভিযোগ তুলে নিতে ও নিঃশর্ত ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ডিবিতে তানজিন তিশা

রাজধানীর সার্ক ফোয়ারার সামনে থেকে সাংবাদিক তামিম বলেন, অভিনেত্রী তিশা গর্ভপাত করিয়েছেন, এমন একটি কথা ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক গুজবই তো ছড়ায়।

‘আমি শুধু তিশাকে জিজ্ঞাসা করেছিলাম যে, আপনার বিষয়ে ছড়ানো ওই তথ্যের প্রসঙ্গে কিছু বলবেন কি না? পরিষ্কার একটি বক্তব্য দিন। এতটুকুই। আমি কিন্তু তাকে এ বিষয়ে কথা বলার জন্য জোর করিনি।’

এমআই/এমএমএফ/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।