নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিন পালিত
নেত্রকোনায় কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। লেখকের নিজ জেলায় নানান কর্মসূচিতে বরেণ্য এ কথাসাহিত্যিকের জন্মদিন পালিত হয়।
সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় হিমু পাঠক আড্ডার আয়োজনে শহরের সাতপাই এলাকায় অবস্থিত হিমু পাঠক আড্ডার কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
পরে জন্মদিনের কেক কাটাসহ জেলা শহরের মোক্তারপাড়ায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়।
আরও পড়ুন: সিনেমার হুমায়ূন
এ সময় হিমু ও রুপা সেজে তরুণ তরুণীরা র্যালিতে অংশগ্রহণ করেন। পরে শিশুদের নিয়ে মুক্তমঞ্চে কেক কাটেন অতিথিবৃন্দরা।
এর আগে হিমু পাঠক আড্ডার প্রধান উপদেষ্টা আলপনা বেগমের পরিচালনায় রেলি ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক মতিন্দ্র সরকার, জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা প্রেসক্লাবে সদস্য সচিব অ্যাড. হাবিবুর রহমান, উদীচির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, জেলা সুজন সভাপতি শ্যামলেন্দু পাল, কবি মৃনাল চক্রবর্তী।
এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রেলি কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এইচএম কামাল/এমএমএফ/এএসএম