চ্যানেল আই প্রাঙ্গণে হোমায়রা হিমুর জানাজা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৩ নভেম্বর ২০২৩

প্রয়াত অভিনেত্রী হোমায়রা হিমুর নামাজে জানাজা আজ  (৩ নভেম্বর) শুক্রবার বাদ জুমা রাজধানীর তেজগাঁওয়ের বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আইত প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। জানাজায় অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রনক হাসানসহ অভিনেত্রীর দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেয়।

অভিনেত্রীর সঙ্গে কারও দেনা-পাওয়া থাকলে শিল্পী সংঘের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়ে জানাজা নামাজের আগে শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‌‘হিমুর বাবা-মা নেই। আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করে আমরা লক্ষ্মীপুরে তার মায়ের কবরের পাশে দাফনের ব্যবস্থা করছি।’

এসময় শেষবারের মতো অভিনেত্রীকে দেখতে চ্যানেল আই প্রাঙ্গণে অভিনেত্রী আফসানা মিমি, নির্মাতা চয়নিকা চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, অনুভব মাহবুব, রাশেদ মামুন অপুসহ নাট্যঅঙ্গনের অনেকেই উপস্থিত হন। শেষবারের মতো হিমুর মরদেহ দেখে আফসানা মিমি বলেন, ‌‌এরকম কিছু আমাদের জীবনে না ঘটুক।'

চয়নিকা বলেন, ‌‌‌‘ও খুব প্রাণবন্ত একটি মেয়ে ছিল। কিভাবে ওর মৃত্যু হয়েছে এটা এখনো অজানা। আমাদের একটাই দাবি সুষ্ঠ তদন্ত হোক।’ এদিকে হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (৩ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আরও পড়ুন: হোমায়রা হিমুর প্রেমিক রাফি গ্রেফতার

Himu-(2).jpg

জানাজা শেষে হিমুর মৃত্যুতে শোক প্রকাশ করছেন অভিনেতা আহসান হাবিব নাসিম। ছবি: জাগো নিউজ

তিনি বলেন, হোমায়রা হিমুর মৃত্যুর পর অভিযোগ পাওয়া যায়, বয়ফ্রেন্ড রাফির সঙ্গে হিমুর বিয়ের কথাবার্তা চলছিল। কয়েকদিন ধরে হিমুর সঙ্গে রাফির ঝগড়া-বিবাদও হয়েছে। হাসপাতালে হিমুকে ফেলে রাফি পালিয়ে যায়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, হোমায়রা হিমুর মৃত্যুর রহস্য রহস্য উদঘাটন করা হবে।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।