প্রধানমন্ত্রীর প্রতি মুগ্ধতা প্রকাশ করলেন ফারিণ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৬ অক্টোবর ২০২৩
ছবি: তাসনিয়া ফারিণের ফেসবুক থেকে

দেশীয় শোবিজের প্রিয়মুখ তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। শুটিং কিংবা কোনো ভ্রমণের অভিজ্ঞতা প্রায়ই তার ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন।

তাসনিয়া ফারিণ এবার প্রধানমন্ত্রীর সান্নিধ্য পেয়েছেন। তা তার ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়েছেন। দেশের প্রধানমন্ত্রীর সান্নিধ্য পাওয়া যে কারও কাছেই ভীষণ আনন্দের ও জীবনের স্মরণীয় ঘটনা। ফারিণের বেলায়ও এর ব্যতিক্রম ঘটেনি। প্রধানমন্ত্রীর সান্নিধ্য পেয়ে ফারিণ বেশ উচ্ছ্বসিত।

আরও পড়ুন: বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ অক্টোবর সকালে ব্রাসেলসে অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। একই ফ্লাইটে তার সঙ্গে ছিলেন তাসনিয়া ফারিণও। এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিণ জানালেও তার গন্তব্যের বিষয়ে কিছুই প্রকাশ করেননি।

ফারিণ প্রধানমন্ত্রীকে কাছে পাওয়ার মুহূর্তটি ফ্রেমবন্দি করে রাখতে ভুল করেননি। প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা এ ছবিটি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এর ক্যাপশনে তার প্রতি মুগ্ধতা প্রকাশ করে লেখেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে থাকতে পেরে আমি খুবই ভাগ্যবান। তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন।’

আরও পড়ুন: মালদ্বীপে হানিমুনে ফারিণ-রেজওয়ান

প্রধানমন্ত্রীর প্রতি ফারিণের এই মুগ্ধতাপূর্ণ স্ট্যাটাস দেখে তার ভক্তরাও বেশ আনন্দিত। ফারিণ এ ছবি পোস্ট করে ক্যাপশনে আরও লেখেন, ‘ছবিটা আরেকটু ভালো হতে পারত তবুও তার সঙ্গে দেখা হওয়াতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ফারিণ প্রধানমন্ত্রী ছাড়াও বাংলাদেশ বিমানের পাইলটদের সঙ্গে ছবি তুলেছেন। সেসব ছবিও তিনি আরেকটি পোস্টে প্রকাশ করেছেন।

jagonews24

বাংলাদেশ বিমানের আতিথেয়তায় মুগ্ধ হয়ে ফরিণ সেই পোস্টে লেখেন, ‘মনোমুগ্ধকর আতিথেয়তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ। ১৪ ঘণ্টা যেন ১৪ মিনিটেই কেটে গেল। আবারও আপনাদের সঙ্গে ভ্রমণের আশায় থাকছি।’

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।