জয়াকে ‘আলোর মাঝে আলো’ বললেন প্রীতম
![জয়াকে ‘আলোর মাঝে আলো’ বললেন প্রীতম](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/joy-1-20231024160515.jpg)
শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী প্রীতম আহমেদ যুক্তরাজ্য প্রবাসী। দীর্ঘদিন ধরে তিনি সেখানেই বসবাস করছেন। সম্প্রতি তিনি দেশে এসেছেন। এখন আবার ভারত ভ্রমণে গেছেন। কলকাতার পূজার উৎসব উপভোগ করছেন তিনি। প্রীতম তার ফেসবুকে ভক্তদের সঙ্গে এসব মুহূর্ত শেয়ারও করছেন।
প্রীতম কলকাতায় গিয়ে বিভিন্ন স্থানে বিজ্ঞাপনের বিলবোর্ড দেখে রীতিমতো চমকে যান। কারণ সেই বিলবোর্ডের বিজ্ঞাপনে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের ছবি দেখতে পান। এই দৃশ্য দেখে তিনি ভীষণ আপ্লুত। এ প্রসঙ্গে প্রীতম তার ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন।
কলকাতার বিলবোর্ডের বিজ্ঞাপনে জয়া আহসান। ছবি: প্রীতম আহমেদের ফেসবুকে থেকে
আরও পড়ুন: ভালোবাসা দিবসে যে বার্তা দিলেন জয়া আহসান
স্ট্যাটাসে প্রীতম লিখেছেন, প্রথমবার কলকাতায় দুর্গাপূজা দেখতে এসেছি। পুরোটা শহর ঘুরে ঘুরে প্রতিমা ও প্যান্ডেলের সাজসজ্জা দেখি। যে রাস্তায়ই যাই সে রাস্তায়ই অনেক আলোর মাঝে আরও একটা আলো দেখি যার নাম জয়া আহসান।
আরও পড়ুন: এ কোন লুকে জয়া!
কলকাতার বিলবোর্ডের বিজ্ঞাপনে জয়া আহসান। ছবি: প্রীতম আহমেদের ফেসবুকে থেকে
তিনি আরও লেখেন, কলকাতার তারকা শিল্পীরা সর্বভারতীয় ও মুম্বাইয়ের শিল্পীদের স্টারিজমের দাপটে এমনিতেই চাপে থাকেন। তাদেরই সবার পক্ষে বিজ্ঞাপনের বিলবোর্ড বা সিনেমার পোস্টার হয়ে ওঠা হয় না। এখানে তারকারও কমতি নেই। তবু সবার পাশাপাশি বাংলাদেশের একটা মেয়ে কতটা সফলতার সাথে জনপ্রিয়তায় কলকাতায় অনেকের চেয়ে এগিয়ে আছেন ঢাকার লোকজন কোনদিন সেটা কলকাতায় না এলে বুঝতে পারবে না।
আরও পড়ুন: নতুন পরিচয়ে প্রীতম
কলকাতার বিলবোর্ডের বিজ্ঞাপনে জয়া আহসান। ছবি: প্রীতম আহমেদের ফেসবুকে থেকে
এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘দশম অবতার’। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। সিনেমাটিতে মনোবিদের চরিত্রের অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটি মুক্তির পর জয়াকে প্রশংসায় ভাসিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম।
‘দশম অবতার’ তারকাবহুল সিনেমা। প্রসেণজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্তর মতো অভিনয়শিল্পীরা। এতে একমাত্র গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন জয়া।
এমএমএফ/এএসএম