সিনেমা মুক্তির পরেই মিথিলাকে নিয়ে ছুটি কাটাতে গেলেন সৃজিত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ২০ অক্টোবর ২০২৩

মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির সিনেমা ‘দশম অবতার’। এটি দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় দেখা গেছে। এরই মাঝে সিনেমার নির্মাতা নিজের শহর ছেড়েছেন পূজার ছুটি কাটাতে।

আরও পড়ুন: শ্বশুর বাড়ির প্রশংসায় পঞ্চমুখ সৃজিত

এমনকি সিনেমার কোনো প্রচারেও থাকছেন না সৃজিত! পরিবারকে নিয়ে উড়াল দিলেন অজানা গন্তব্যে। শুধু তাই নয়, জানিয়ে দিলেন লক্ষ্মীপূজার আগে নাকি তাকে আর দেখা যাবে না!

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রবীর রায়চৌধুরীর মারমুখি চরিত্র, বিজয় পোদ্দার অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্য্যের নজরকাড়া অভিনয়, যীশু সেনগুপ্তের অনবদ্য চরিত্রায়ণ ও জয়া আহসানের চমক সব মিলিয়ে ‘দশম অবতার’ সিনেমাকে ‘প্যাকেজ’ বলাই যায়।

সিনেমা মুক্তির পরে সাধারণত দর্শকদের কেমন লাগল তা জানার জন্য অধীর অপেক্ষা থাকে নির্মাতাদের। তবে সৃজিত মুখোপাধ্যায়ের সেইদিকে মন নেই। সিনেমা মুক্তির কাজ শেষ করেই, পারিবারিক সময় কাটাতে অজানা গন্তব্যে পাড়ি দিয়েছেন এ নির্মাতা।

সোশ্যাল মিডিয়ায় পঞ্চমীর রাতে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। সেখানে দেখা যাচ্ছে, বিমানে বসে রয়েছেন তিনি। পাশে স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কন্যা আইরা। সৃজিত লিখেছেন, ‘শারদ শুভেচ্ছা, সবার পূজা ভালো কাটুক। আর ওরা যেমন বলে লক্ষ্মীপুজোর পরে যোগাযোগ করবেন।’

পঞ্চমীর দিন মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য্য, যীশু সেনগুপ্ত, জয়া আহসান অভিনীত সিনেমা। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য অনেকেই টিকিট ভিড় জমিয়েছিলেন বিভিন্ন প্রেক্ষাগৃহে।

 
 
 
View this post on Instagram

A post shared by Srijit Mukherji (@srijitmukherji)

প্রথম দিনের শো দেখতে, স্টার থিয়েটারে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনুরাগীরা। প্রসেনজিতের ছবি, ধুনুচি নাচ, বাজনা, সব মিলিয়ে জমজমাট ব়্যালির আয়োজন হয়েছিল। সেখানে একদিকে বাজনার শব্দে কান পাতা দায়, অন্যদিকে কখনো শোনা যাচ্ছে, ‘শিরায় শিরায় রক্ত, আমরা বুম্বাদার ভক্ত’, কখনো আবার, ‘৬১-তেও দিচ্ছে হিট’ বা এবার পুজোয় ‘দশম অবতার’।

আরও পড়ুন: সাকিবের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে শেরে বাংলায় সৃজিত

শুধু কলকাতা নয়, আজ এই শো-দেখতে নাকি অনেক দূর থেকেও এসেছেন সৃজিতের ভক্ত-অনুরাগীরা। কেউ ভোর ভোর চেপে পড়েছেন ট্রেনে, কেউ আবার স্টেশনেও রাত কাটিয়েছেন। কেবল অল্পবয়সীরা নয়, অনেক গৃহবধূ পর্যন্ত আজ হাজির হয়েছিলেন এই ব়্যালিতে শুধুই নাকি ভালোবাসার টানে। সব মিলিয়ে দর্শকরা সৃজিতের প্রশংসা করছেন।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।