পিরিতের বাজারে ছন্দে আলিশা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৮ অক্টোবর ২০২৩
ছবি: জাগো নিউজ

নবাগত চিত্রনায়িকা আলিশা ইসলাম। এর আগে মুক্তি পেয়েছে জনপ্রিয় গোয়েন্দা উপন্যাস ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে নির্মিত হলিউডের ‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমা। এই সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী আলিশা ইসলাম।

এবার তিনি প্রথমবারের মতো যুক্ত হলেন আইটেম গানে। নির্মাতা রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমাতে আইটেমকন্যা হিসেবে দেখা যাবে এই আলিশাকে।

গানের শিরোনাম ‘পিরিতের বাজার’ এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা শাকিলা সাকি গীতিকার, সুরকার ও সংগীতায়োজন করেছেন নাদিম ভূঁইয়া।

আইটেম গানটিতে যুক্ত হয়ে দারুণ রোমাঞ্চিত আলিশ ইসলাম। মিস ইউনিভার্সে প্রথম রানার্সআপ হওয়া এই সুন্দরী বলেন, ‘সেকাল-একালের বিভিন্ন রূপে গানটিতে দর্শকরা আমাকে দেখতে পাবেন। আমিও খুব রোমাঞ্চিত। কেননা এবারই প্রথমবারের মতো আইটেম গান করছি। আশা করছি, ভালো একটা সাড়া পাবো। ধামাকা কিছু হবে।’

জানা গেছে, প্রধান ও পার্শ্ব চরিত্র মিলিয়ে ৫০ জন শিল্পী পারফর্ম করছেন এই গানে। নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘‘এই গানে ‘ময়ূরাক্ষী’ ছবির একটা থিম বোঝাতে চেয়েছি; যেখানে পিরিতের বাজার আগের মতো নাই! মানে আগে প্রেমের যে ধরন ছিল সেটা বদলে গেছে। স্কুল কিংবা বাসার গলিতে দাঁড়িয়ে প্রেমিকার জন্য অধীরভাবে এখন আর অপেক্ষা করতে হয় না। হাবভাব বদলে গেছে। এরকম কিছু বিষয়কে মাথায় রেখেই তৈরি করা হয়েছে গানটি। দর্শকরা ভালো একটা গান পেতে যাচ্ছে বলে আশাবাদী আমরা।’

কথা হয় গানটির সংগীত পরিচালক নাদিম ভূঁইয়ার সঙ্গেও। তিনি বলেন, ‘আইটেম গানের বেলায় প্রথমে ভিজ্যুয়ালের বিষয়টি খেয়াল রাখতে হয় আমাদের। তারপর অডিওর কাজ করা। আবার এটাও ভাবতে হয় দর্শকের কাছে যেন খুব সহজেই গানটি গ্রহণযোগ্য হতে পারে। সব মিলিয়ে, অনেকদিন ধরেই এই গানের শুটিংয়ের অপেক্ষায় ছিলাম। অবশেষে আজ শুট হচ্ছে। বলা যায়, যেমনটা ভেবেছিলাম একদম মনমতোই এর শুটিং হয়েছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’

‘ময়ূরাক্ষী’ সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনার অনুপ্রেরণায়। যেখানে উঠে আসবে সম্পর্কের টানাপোড়েনের গল্প। এতে চিত্রনায়িকা ববি হকের সঙ্গে জুটি বেঁধেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল প্রমুখ। প্রযোজনায় রয়েছে আজ ইন্টারন্যাশনাল লিমিটেড। আগামী নভেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এমআই/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।