দেশে ফিরেই সবার ভালোবাসায় বিস্মিত তিশা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৫ অক্টোবর ২০২৩

দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কয়েকদিন আগে তিনি দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন।

আরও পড়ুন: সিনেমাটি দেখে পরিশেষে সবাই কাঁদবেন: ফজলুর রহমান বাবু

বুসান উৎসবে তিশার সঙ্গে গিয়েছিলেন তার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে তাদের ছবি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ প্রদর্শিত হয়েছে। সিনেমাটি সেখানে বেশ প্রশংসিতও হয়েছে।

এদিকে গত ১৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের (রেনু) ভূমিকায় রূপদান করেছেন।

jagonews24

তিশা এ চরিত্রে অভিনয় করে এরই মধ্যে দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন। গণমাধ্যমকর্মীরাও তার সুনিপুণ অভিনয়ের প্রশংসা করছেন।

আরও পড়ুন: সিনেমাটি দেখে কেঁদেছেন দর্শক, কেউ হয়েছেন বাগরুদ্ধ

আজ (১৫ অক্টোবর) সকালে দক্ষিণ কোরিয়ার বুসান থেকে দেশে ফিরে রীতিমতো সবার ভালোবাসায় বিস্মিত হয়েছেন তিশা। এ ভালোবাসার কারণ হচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয়। সেই ভালোবাসার কথা জানান দিয়েছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে।

তিশা সেই ভালোবাসার কথা জানিয়ে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, মাত্র দেশে আসলাম! ফোন অন করে সবার এতো এতো মেসেজ দেখে মন ভরে গেল। আমার অভিনয় যদি আপনাদের এতোটুকুও ইমোশনাল করে থাকে তাহলে আমি কৃতজ্ঞ। ছবিটা করার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে! আমরা এই পরিশ্রমটা করি আপনাদের কাছ থেকে এই প্রতিক্রিয়া পাওয়ার জন্য!

jagonews24

তিশা আরও লেখেন, শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব’ চলছে আপনার কাছের হলে! সবাইকে দেখার আমন্ত্রণ! লাভ ইউ অল!

তিশা তার স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি ছবিও প্রকাশ করেছেন। এতে তার সঙ্গে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার নায়ক আরিফিন শুভকে দেখা গেছে। এই স্ট্যাটাসটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তার ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।