শুটিং শুরুর আগেই শাকিবের ‘দরদ’ মুক্তির খবর দিলেন নির্মাতা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ১১ অক্টোবর ২০২৩

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নির্মাতা অনন্য মামুনের সঙ্গে জুটি বেঁধে ‘দরদ’ নামে সিনেমায় কাজ করবেন তিনি। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক। শিগগির শুরু হবে প্যান ইন্ডিয়ান এই সিনেমার শুটিং। তবে এর আগেই প্রকাশ্যে আসছে সিনেমাটি সম্পর্কিত চমকপ্রদ সব তথ্য। মুক্তির তারিখও চূড়ান্ত করে ফেলেছেন সিনেমা সংশ্লিষ্টরা।

আগামী বছরের ২ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন।

jagonews24

আরও পড়ুন: অনুদানের চেক নিলেন শাকিব খান 

আগামী ২০ অক্টোবর ভারতের বেনারসে শুটিং ফ্লোরে গড়াতে যাচ্ছে ‘দরদ’। এতে শাকিবের বিপরীতে জুটি বেঁধেছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। এসব জানা গিয়েছিল আগেই। এবার নতুন তথ্য দিয়ে অনন্য মামুন বললেন, ‘‘দরদ’-এর শুটিং শুরু ২০ অক্টোবর। নভেম্বরের মাঝেই শুটিং শেষ। ৬টি ভাষায় ২৪টি দেশে একসঙ্গে মুক্তি পাবে এটি। মুক্তির তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৪।’’

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মাণ হচ্ছে শাকিবের এই ছবি। সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’। অভিনয় করছেন দুই দেশের শিল্পীরাই। শাকিব-সোনাল ছাড়াও ছবিটিতে থাকছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, রাহুল দেব, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

jagonews24

আরও পড়ুন: সত্যিকারের হিরো খুঁজে পেলেন শাকিব খান 

এর আগেও বেশকিছু যৌথ প্রযোজনার সিনেমায় দেখা গেছে বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে। ২০১৬ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’ দিয়ে নতুনভাবে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। এরপর কাজ করেছেন ‘নবাব’, ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ সিনেমায়। শুধু যৌথ প্রযোজনা নয়, শাকিবকে নিয়ে সিনেমা বানিয়েছেন কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত, সায়ন্তিকা, পায়েল প্রমুখ।

এমআই/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।