ফেরদৌস আরার অ্যালবাম করছেন ইবরার টিপু


প্রকাশিত: ০৬:৪৪ এএম, ২৬ মার্চ ২০১৬
ছবি: জিয়াউদ্দিন আলম

প্রথমবারের মতো দেশের গান নিয়ে অ্যালবাম করছেন জনপ্রিয় নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। স্বাধীনতা দিবস উপলে অ্যালবামটি প্রকাশ করবে ইমপ্রেস অডিও ভিশন।

এরইমধ্যে তার গাওয়া আগের ৮টিসহ ২টি নতুন দেশের গান থাকবে অ্যালবামটিতে। আর এই অ্যালবামের মধ্য দিয়ে প্রথমবারের মতো ইবরার টিপুর সংগীতায়োজনে কাজ করলেন তিনি। জানা গেছে, নতুন দুইটি গানের সুর ও সংগীতের পাশাপাশি আগের ৮টি গানের নতুন করে সংগীত করেছেন ইবরার টিপু। এরইমধ্যে সবগুলো গানে কণ্ঠ দেওয়ার কাজ শেষ হয়েছে।

এ সম্পর্কে ফেরদৌস আরা বলেন, ‘আমার প্রথম দেশের গানের অ্যালবাম এটি। আমার গাওয়া বহু বছর আগের গানগুলোকে এখনকার শ্রোতাদের চাহিদা অনুযায়ী নতুন করে মিউজিক করছেন ইবরার টিপু। আমি আশা করছি বিশ্বের সব বাঙ্গালিদের ভালো লাগার একটি অ্যালবাম হবে এটি। বাংলাদেশকে পাওয়া, স্বাধীন দেশকে পাওয়া, দেশের ভাষাকে পাওয়া সেই সব আবেগের গানই থাকছে এখানে।’

এ সম্পর্কে ইবরার টিপু বলেন, ‘নিঃসন্দেহে আমার শ্রেষ্ঠ প্রাপ্তি বলা যায় এই অ্যালবামটিকে। ফেরদৌস আরা আপার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা সৌভাগ্যের। আপার গানের মিউজিক করা আমার লোভ ছিলো। সেই ইচ্ছেটা পূরণ হওয়ায় খুব ভালো লাগছে।’

চলতি মার্চ মাসেই ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে নাম চূড়ান্ত না হওয়া অ্যালবামটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন ইবরার টিপু।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।