পূজায় অরূপ রতন চৌধুরীর ‘এলো মা দুর্গা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৭ অক্টোবর ২০২৩

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ পূজাকে সামনে রেখে এরই মধ্যে ভিন্ন আমেজ বইতে শুরু করেছে সর্বত্র। শরতের কাশফুলের সাদা শুভ্রতা মনে করিয়ে দেয় বিপদ নাশিনী দেবী দুর্গার আগমনী বার্তা।

দুর্গামন্দিরে প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন দেবীর স্বরূপ দান করতে। উৎসবকে ঘিরে দেবী দুর্গা ও অসুরের রণযুদ্ধের ঘটনাগুলোর সংক্ষিপ্ত পৌরাণিক কাহিনি রঙ তুলির আঁচড়ে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে।

আরও পড়ুন: মা হয়েছেন কণ্ঠশিল্পী সিঁথি সাহা

তবে দুর্গাপূজার আগেই পূজা,পূজা গন্ধ যেন শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে সেই পূজায় ঘেরা আমেজ। দুর্গাপূজার একটি আগমনী গান ‘এলো মা দুর্গা’। এবারের পূজায় এ শিরোনামের গানটিকে নতুন করে সাজিয়ে মিউজিক ভিডিওতে ফুটিয়ে তুলে কণ্ঠ দিয়েছেন বীর মুক্তিযুদ্ধা একুশে পদকপ্রাপ্ত ও শব্দ সৈনিক অরূপ রতন চৌধুরী। গানটির কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। ভিডিও নির্মাণ করেছেন এ বাবুল। গানটিতে কোরিওগ্রাফি করেছেন গৌরব। আর মডেল হিসেবে কাজ করেছেন মাহতাবিন মমো ও ইব্রাহীম ঈশান।

Apru Ratan

আরও পড়ুন: বিপদে পড়েছেন ফাহমিদা নবী

শব্দসৈনিক অরূপরতন চৌধুরী জানান, গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রামকৃষ্ণ মিশন মঠ। ওখানে পরিচালক এ বাবুল দুর্গাপূজা মণ্ডপে বিভিন্নভাবে সেট ফেলে ব্যয়বহুল এ মিউজিক ভিডিওটির শুটিং করেছেন। তাছাড়া তিনি অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। ‘এলো মা দুর্গা’ গানটির ভিডিওতে উনি দারুণভাবে দূর্গা পূজার আবহ ফুটিয়ে তুলেছেন। আশা করছি সবার ভালো লাগবে।

গত বছর ও অরূপ রতন চৌধুরী দুর্গা পূজায় মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন, সেটাও দর্শক নন্দিত হয়েছিল।

নির্মাতা এ বাবুল বলেন, দুর্গাপূজা একটি অন্যতম উৎসব। এ ব্যাপারটি মাথায় রেখেই মানুষের আনন্দ খানিক বাড়িয়ে দেওয়ার জন্যই সুন্দর করে গানটির ভিডিও করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ভিডিওটিও বেশ সুন্দর হয়েছে। আশা করছি সবাই গানটি উপভোগ করবেন। সংগীতার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।