দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা-নির্মাতা মিলন ভট্টাচার্য

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:০২ পিএম, ০৭ অক্টোবর ২০২৩

দ্বিতীয়বার বাবা হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নির্মাতা মিলন ভট্টাচার্য। আজ (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী ডা. তারিন মাহমুদ। মা-ছেলে দুজনেই ভালো আছেন।

অভিনেতা মিলন ভট্টাচার্য উচ্ছ্বাস প্রকাশ করে জাগো নিউজকে বলেন, দ্বিতীয়বার বাবা হয়েছি, এই আনন্দ সত্যিই ভাষায় প্রকাশযোগ্য নয়। এ এক অন্যরকম অনুভূতি। পরম করুণাময়ের ইচ্ছা সবই। আশীর্বাদ করবেন আমাদের জন্য।

তার ছেলের নাম রেখেছেন আদিয়ান। অন্যদিকে তার আগের ছেলে নাম ইজিয়ান। তার বর্তমান বয়স দুই বছর আট মাস।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।