মিরপুর ইনডোরে ক্রিকেট খেলছেন তারকারাও

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩

চিরচেনা মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম আজ (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে হঠাৎ বদলে গেছে। কারণ ক্রিকেটারদের বদলে শোবিজের ভুবনের তারকারা এসে জমায়েত হয়েছেন সেখানে।

মাঠে নামছেন ব্যাট-বল হাতে নিয়ে পুরোদস্তুর ক্রিকেটার হয়ে। এজন্য বেশ কয়েকদিন ধরে অনুশীলনও করছেন তারকারা। আয়োজনটির নাম ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। জি নেক্সট নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে এটি অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন: ‘দুঃসাহসী খোকা’ বঙ্গবন্ধুর কিশোরবেলা জানতে সাহায্য করবে

এ ক্রিকেট লিগে দুই বিভাগে মোট আটটি দল অংশ নিচ্ছে। অধিনায়কসহ প্রতি দলের সদস্য ১৬ জন। এর মধ্যে আটজন মাঠে খেলবেন। সেই আটজনের মধ্যে অন্তত দুজন নারী তারকা থাকবেন। প্রতি দলের সব খেলোয়াড়ই শোবিজের সঙ্গে যুক্ত।

আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা। এরপর যথাক্রমে সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর আসরটির সমাপ্তি ঘটবে।

‘উই ওয়ান্ট দ্য ওয়ার্ল্ড কাপ’ স্লোগানে শুরু হতে যাওয়া এ লিগ নিয়ে আয়োজকরা জানান, বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই এমন আয়োজন। এক বার্তায় তারা বলেছেন, ‘বিশ্বকাপ জেতার মতো সক্ষমতা বাংলাদেশের আছে। এখন শুধু প্রয়োজন দেশজোড়া সমর্থন, যেটা খেলোয়াড়দের উৎসাহ দেবে। এ বিশ্বাস থেকেই তারকারা সবাই এক হয়েছেন।’

এ সিরিজে আট দলের অধিনায়ক হিসেবে থাকছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

প্রতিটি দলের জন্য মেন্টর হিসেবে একজন করে জাতীয় সাবেক ক্রিকেটার থাকছেন। এর মধ্যে আছেন মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদের মতো সফল ক্রিকেটার।

আরও পড়ুন: সংসার জীবনের ১ যুগ পূর্ণ করলেন অনন্ত-বর্ষা

আটটি দলে খেলতে যাওয়া তারকাদের মধ্যে রয়েছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো, তমা মির্জা, অপু বিশ্বাস, সিয়াম আহমেদ, শ্যামল মাওলা, মৌসুমী হামিদ, ইরফান সাজ্জাদ, সামিয়া অথৈ, পিন্টু ঘোষ, জাকিয়া বারী মম, মন্দিরা চক্রবর্তী, তৌসিফ মাহবুব, মেহজাবীন চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, আরফিন রুমি, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, পরীমণি, ববি হক, সাইমন সাদিক, প্রার্থনা ফারদিন দীঘি, নিলয় আলমগীর, জান্নাতুল ফেরদৌস হিমি, ইয়াশ রোহান, বাপ্পী চৌধুরী, সালহা খানম নাদিয়া, মনোজ প্রামাণিক, এবিএম সুমন, টয়া, পারসা ইভানা, জিয়াউল রোশান, সুনেরাহ বিনতে কামাল, রাফিয়াত রশিদ মিথিলা, সাফা কবির, খায়রুল বাসার, মাশা ইসলাম, তানযীর তুহিন, সজল, তানিয়া বৃষ্টি, জেসিয়া ইসলামসহ অনেকে।

জানা গেছে, এ লিগে বিজয়ী দলকে এক লাখ টাকা মূল্যের পুরস্কার দেওয়া হবে। সঙ্গে থাকছে ট্রফি। তবে পুরো আয়োজনটি মূলত জাতীয় দলকে উৎসাহ দেওয়া এবং তারকাদের বিনোদনের জন্যই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।